ক্যামেরার সামনে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং পার্নো মিত্র (Parno Mitra)। প্রথম জন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ। দ্বিতীয় জন ঘোষিত বিজেপির সদস্য। না! কোনও বিতর্ক বা বিবাদ নয়। বরং ক্যামেরার সামনে নিছক মজা করতে দেখা গেল দুই অভিনেত্রীকে।
ক্যামেরার সামনে মিমি এবং পার্নোর সঙ্গে ছিলেন তাঁদের আরও দুই বন্ধু। একজন টলিউডের সেলেব স্টাইলিস্ট সন্দীপ স্যান্ডি ঘোষাল। যাঁকে ইন্ডাস্ট্রির সকলে স্যান্ডি নামেই চেনেন। অন্যজন অঙ্কিতা। পোস্ট করা ভিডিওর ক্যাপশনে মিমি লিখেছেন, ‘গোয়িং দ্য ট্রেন্ড।’
বিষয়টা ঠিক কী? দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় জনৈকা ডানানিরের একটি ভিডিও। সেই ভিডিওর উপর যশরাজ মুখাটে নামে এক ব্যক্তি প্যারোডি তৈরি করেন। তা ফলো করতে শুরু করেন অনেকে। সেই ট্রেন্ডই এবার ফলো করেছেন মিমি, পার্নো এবং তাঁদের বন্ধুরা।
কিন্তু এর মধ্যেই অন্য এক ট্রেন্ডেরও সন্ধান পেয়েছেন নেটিজেনরা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রকট হচ্ছে দল বদলের রাজনীতি।
টলি মহলের সেলেবরা কে কখন কোন দলে চলে যাবেন, তা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে। তার মধ্যেই দুই প্রতিদ্বন্দ্বী দলের সদস্যের এ হেন বন্ধুত্ব, সত্যিই চোখে পড়ার মতো বলে মন্তব্য করছেন অনেকে।
আরও পড়ুন, ‘সেলেব্রিটিদের সেল চলছে’, ফেসবুকে শিল্পীদের নিয়ে মন্তব্যের পর আর কী-কী বললেন শ্রীলেখা?