শহরে অনুষ্ঠিত হতে চলেছে একুশে বই উৎসব

arunava roy |

Feb 18, 2021 | 7:17 PM

উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বিশেষ অতিথি বাংলাদেশের উপহাইকমিশনের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান।

শহরে অনুষ্ঠিত হতে চলেছে একুশে বই উৎসব
পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাংবাদিক সম্মেলন

Follow Us

কলকাতা: দক্ষিণ কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে একুশে বই উৎসব। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে ১৮ ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়। উৎসবের উদ্বোধন ২১ ফেব্রুয়ারি। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিনর সময় ২টো থেকে রাত ৯টা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বিশেষ অতিথি বাংলাদেশের উপহাইকমিশনের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জয় গোস্বামী, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, বাণী বসু, শুভাপ্রসন্ন, মাধবী মুখোপাধ্যায়, আবুল বাশার, সুবোধ সরকার, অমর মিত্র, স্বপ্নময় চক্রবর্তী, প্রচেত গুপ্ত, শ্রীজাত, বিনতা রায়চৌধুরী, অভীক মজুমদার প্রমুখ।

যাদবপুরের তালতলা মাঠে (ই.ই.ডি.এফ-এর পাশে, সাউথ সিটি মলের বিপরীতে) অনুষ্ঠিত হবে একুশে বই উৎসব। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে “উদ্বোধন অনুষ্ঠানে আমরা উদ্বোধক হিসেবে আমন্ত্রণ জানিয়েছি পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী তথা সুপরিচিত গ্রন্থকার শ্রীমতী মমতা ব্যানার্জীকে। বর্তমান সময়ে নিজেদের সাহিত্য, সংস্কৃতি, নিজেদের মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার প্রয়োজন খুব বেশি করে অনুভূত হচ্ছে। সেই কারণেই আমাদের এই প্রচেষ্টা; এবং মাতৃভাষার সম্মান রক্ষার জন্য যাঁরা গুলি বেয়নেটের সামনে নিজেরা বারবার বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, তাঁদের স্মৃতির প্রতি এই ‘একুশে বই উৎসব’ উৎসর্গীকৃত।”

আরও পড়ুন: ১৫ বছর পর নতুন করে ‘বন্ধুত্ব’ হল সুদীপ্তা-কনীনিকার

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং সম্পাদক সুধাংশুশেখর দে প্রমুখ। উৎসবে থাকবে পশ্চিমবঙ্গের নামি বাংলা ও ইংরেজি বইয়ের প্রকাশকদের স্টল এবং সরকার পোষিত প্রকাশনা সংস্থাও। এ ছাড়াও থাকবে প্রতিবেশী বাংলাদেশের বইও। প্রতিদিন বিকেলে থাকছে বাংলা ভাষা চর্চা, বাংলা ভাষার জন্য সংগ্রাম, বাংলা সাহিত্য, সংস্কৃতি সম্পর্কিত বিষয় নিয়ে অত্যন্ত আকর্ষণীয় বিতর্ক ও আলোচনাসভা।

Next Article