AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নিজের বাড়িতেই ‘ক্ষতবিক্ষত’ মিমি চক্রবর্তী, নেপথ্যে কার হাত?

Mimi Chakraborty: কিছু দিন আগেই মুক্তি পেয়েছে মিমির ছবি আলাপ। পরিচালনায় ছিলেন প্রেমেন্দু বিকাশ চাকী। মিমির বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে। সেই ছবি বক্সঅফিসে মোটামুটি ব্যবসা করেছে। অন্যদিকে এই মুহূর্তে রাজনীতি থেকে মিমির অবস্থান অনেকটাই দূরে।

নিজের বাড়িতেই 'ক্ষতবিক্ষত' মিমি চক্রবর্তী, নেপথ্যে কার হাত?
মিমি চক্রবর্তী।
| Updated on: Jun 03, 2024 | 7:20 PM
Share

আপনি যদি মিমি চক্রবর্তীর ভক্ত হন তবে এই ছবি দেখে রীতিমতো ভয়ে হাত পা ঠাণ্ডা হয়ে যেতে আপনার। সারা গায়ে কাঁটা ছেঁড়া। বের হচ্ছে রক্তও। কার্যত ক্ষতবিক্ষত তাঁর পা? এমন কী করে ঘটল জানেন? ছবি শেয়ার করেছেন মিমি নিজেই। আর নিজেই চিহ্নিত করেছেন কালপ্রিটকে। কে সেই কালপ্রিট জানেন? মিমির আদরের পোষ্য। তার সৌজন্যেই মিমির পায়ে ভালবাসার ছোঁয়া। যদিও এই অভিজ্ঞতা মিমির নতুন নয়। তাঁর বাড়িতে পোষ্যর সমাগম বহুদিন ধরেই। অতীতেও এ হেন ‘আদর’ সহ্য করতে হয়েছে তাঁকে। হয়েছেন ক্ষতবিক্ষতও।

কিছু দিন আগেই মুক্তি পেয়েছে মিমির ছবি আলাপ। পরিচালনায় ছিলেন প্রেমেন্দু বিকাশ চাকী। মিমির বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে। সেই ছবি বক্সঅফিসে মোটামুটি ব্যবসা করেছে। অন্যদিকে এই মুহূর্তে রাজনীতি থেকে মিমির অবস্থান অনেকটাই দূরে। দলের প্রতি ক্ষোভ উগরে দিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে এক চিঠি লিখে সাংসদ পদ থেকে চেয়েছিলেন অব্যাহতি। যাদবপুরের এই বিদায়ী সাংসদ রাজনীতি ছেড়ে এখন কেমন আছেন? টিভিনাইন বাংলার এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, “খুব ভাল আছি। আগের থেকে অনেক শান্তিতে আছি।”

দেখুন সেই ছবি