২০২৪ লোকসভা নির্বাচনের আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এক চিঠিতে মিমি চক্রবর্তী জানিয়েছিলেন, যাদবপুরের সাংসদ পথ থেকে অব্যাহতি চান তিনি। এর পরেই তাঁর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে সায়নী ঘোষকে দাঁড় করায় তৃণমূল। তিনি জয়ী হন। রাজনীতি থেকে আপাতত বেশ কয়েক হাত দূরেই মিমি। তাঁর ধ্যানজ্ঞান জুড়ে এখন শুধুই ছবি। আর সেই কারণেই আগামীকাল অর্থাৎ শনিবার মিমি হাজির হচ্ছেন কালীঘাটে, সেখানেই যে হতে চলেছে তাঁর ভাগ্যনির্ধারণ।
বাংলাদেশে মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ছবি ‘তুফান’। তবে শুধু বাংলাদেশেই নয় এ দেশেও ছবি মুক্তি পেয়েছে সম্প্রতি। সেই ছবি যেন সুপারহিট হয় সেই কামনাতেই কালীঘাটে আগামিকাল ১০টার সময় পুজো দিতে যাচ্ছেন মিমি। ‘তুফান’ যাতে ‘তুফান’ নিয়ে আসে সেই কারণেই মিমির এই প্রয়াস।
এর আগে রাজনীতি ছাড়া নিয়ে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন মিমি। তিনি বলেন, ““ফাইনালি শান্তিতে আছি। অনেক ভাল আছি। নিজের যেটা কাজ, নিজের অভিনয়, তাতেই আরও বেশি করে মন দিতে চাইছি।” পরপর দু’টি ছবি মুক্তি পেয়েছে তাঁর। হাতে রয়েছে বেশ কিছু ওয়েব সিরিজের কাজও। দল ছাড়েননি আনুষ্ঠানিক ভাবে, তবে পদ ছেড়েছেন আগেই। আপাতত কেরিয়ারেই ফোকাস করতে চান তিনি।