ফের মা হতে চলেছেন? প্রশ্নের উত্তরে মীরা বললেন…

মীরার নাচ ভালবাসেন। ভবিষ্যতে নাচ নাকি অভিনয়, কোনটা পেশা হিসেবে বেছে নেবেন সেটাই এখন দেখার।

ফের মা হতে চলেছেন? প্রশ্নের উত্তরে মীরা বললেন...
দম্পতি।
Follow Us:
| Updated on: Dec 26, 2020 | 3:51 PM

দুই সন্তানের মা তিনি। অর্থাৎ মীরা রাজপুত (Mira Rajput)। কিন্তু শাহিদ কাপুরের (Shahid Kapoor) স্ত্রী কি তৃতীয় বারের জন্য সন্তানসম্ভবা? এই জল্পনা ছিল সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রেখে চলেন মীরা। সেখানেই এই প্রশ্নের সরাসরি জবাব দিলেন তিনি।

আপনি কি সন্তানসম্ভবা? এই প্রশ্নের উত্তরে সরাসরি ‘না’ বলে দেন মীরা। সঙ্গে দেন বেশ কিছু হাসির ইমোজি। অর্থাৎ এই জল্পনায় তিনি যে কতটা মজা পেয়েছেন, ইমোজিই তার প্রমাণ বলে মনে করছেন অনুরাগীদের একাংশ।

আরও পড়ুন, ‘মুন্না ভাই ৩’ নিয়ে নতুন খবর দিলেন আরশাদ ওয়ারসি?

২০২০-তে মীরাকে নিয়ে বহু জল্পনা তৈরি হয়েছে। শোনা গিয়েছিল, সংসার সামলে এবার তিনি বলিউড ডেবিউ করতে চান। অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিতে চান। সেই জল্পনাও উড়িয়ে দিয়েছেন মীরা। কোনওভাবেই এখন বলিউডে অভিনয় করার কথা ভাবছেন না বলে জানিয়েছেন। অন্যদিকে নিউ নর্মালে সিনেমার শুটিং শুরু হতেই স্পোর্টস ড্রামা জার্সির শুটিং শুরু করেছিলেন শাহিদ। চণ্ডীগড়ে চলছিল সেই ছবির শুটিং। সমস্ত রকম সুরক্ষা বিধি মেনেই ৪৭দিন টানা শুটিং করেছিল গোটা টিম। করোনা আতঙ্কের মধ্যেও গোটা টিম যেভাবে সহযোগিতা করেছিল, সেই কথা মনে রেখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন শাহিদ। ধন্যবাদ জানিয়েছিলেন টিমকে।

মীরার নেশা নাচ। তিনি নাচ ভালবাসেন। ফলে ভবিষ্যতে নাচ নাকি অভিনয়, কোনটা পেশা হিসেবে বেছে নেবেন সেটাই এখন দেখার।

আরও পড়ুন, মদ্যপ অবস্থায় রোহন প্রেমের প্রস্তাব দিয়েছিল: নেহা কক্কর