যেমন দেবা তেমন দেবী: একই পোজে শাহিদ-মীরার সাদা-কালো সেলফি

শুভঙ্কর চক্রবর্তী |

Dec 22, 2020 | 8:11 PM

ইনস্টাগ্রামে শাহিদ কাপুর তাঁর একটি সেলফি পোস্ট করেন। লেখেন, “গভীরে যাও। কোনও কিছুই নিখরচায় আসে না।"

যেমন দেবা তেমন দেবী: একই পোজে শাহিদ-মীরার সাদা-কালো সেলফি
মীরা-শাহিদ

Follow Us

অভিনেতা শাহিদ কাপুর এবং স্ত্রী মীরা রাজপুত, (Shahid Kapoor and Mira Rajput) এমন এক বলিউড দম্পতি যাঁদের কেমিস্ট্রি চোখে পড়ার মতো। প্রায়শই একে অপরের পোস্টে কমেন্ট করেন এবং দু’জনে একেবারে ‘এক দুজে কে লিয়ে’ টাইপ। বলিদম্পতির কিউটনেস অনুরাগীদের মুগ্ধ করতে কখনও ব্যর্থ হয়নি। মীরা এবং শাহিদ একে অপরের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি কিন্তু ভীষণ খেয়ালে রাখেন। মঙ্গলবার মীরা ও শাহিদ দু’জনেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন। আর ঠিক একই রকমের পোজ দিয়ে সে ছবি তোলা। স্বামীর ইনস্টা পোস্টের এক ঝলক দেখতেই সোশ্যাল মিডিয়া পোস্ট করেন স্ত্রী মীরা।

 

আরও পড়ুন রণবীর সিং বলছেন ‘আরও করো’!

 

 

ইনস্টাগ্রামে শাহিদ কাপুর তাঁর একটি সেলফি পোস্ট করেন। লেখেন, “গভীরে যাও। কোনও কিছুই নিখরচায় আসে না।” তিনি ভক্তদের গভীরে যেতে বলেন এবং সেই জায়গার মধ্যে ভালবাসায় পৌঁছতে বলেন। যাই হয়ে যাক না কেন।

ছবিতে শাহিদকে একটি মিরর সেলফি তুলতে দেখা যায়। কালো হুডি জ্যাকেট, মাথায় বিনি। হাতে ঘড়ি। মোনোক্রোম ছবিতে শাহিদকে এক কথায় ডার্ক অ্যান্ড হট!

 

শাহিদের এই পোস্টের পরপরই তাঁর স্ত্রী মীরা রাজপুত ইনস্টাতে পোস্ট করেন তাঁর ছবি। ক্যাপশনে লেখেন, “ডিট্টো” এবং  স্বামী শহীদ কাপুরকে পোস্টে ট্যাগও করেন। মীরার সেই ছবিতে হুবহু এক পোজে দাঁড়িয়ে ছবি তোলে। এমনকি তাকানোর ভঙ্গিমাটিও এক। সাদা-কালো ছবিতে মীরাকে আরও ক্লাসি এবং এলিগ্যান্ট দেখাচ্ছিল। তাই তো যেমন দেবা তেমন দেবী!

Next Article