রণবীর সিং বলছেন ‘আরও করো’!
নতুন সঙ্গীতশিল্পীদের প্রতিভা তুলে আনার প্রচেষ্টায় নতুন রেকর্ড লেবেল লঞ্চ করার ভাবনা ছিল রণবীরের। মূলত র্যাপ সঙ্গীতশিল্পীদের নিয়ে কাজ করে ‘ইংকইঙ্ক রেকর্ডস’।
৬২ মিলিয়ন সোশ্যাল ফলোয়ার্স! ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পদ্মাবত’ সর্বকালের সর্বাধিক আয় করা বলিউড ছবির মধ্যে একটি। এ ছাড়াও বাড়িতে সাজানো একের পর এক সেরা অভিনেতার পুরস্কার। তিনি সুপারস্টার রণবীর সিং (Ranveer Singh)। গত বছর নিজস্ব ইনডিপেনডেন্ট রেকর্ড লেবেল লঞ্চ করেন। নাম ‘ইংকইঙ্ক রেকর্ডস।’ নতুন সঙ্গীতশিল্পীদের প্রতিভা তুলে আনার প্রচেষ্টায় নতুন রেকর্ড লেবেল লঞ্চ করার ভাবনা ছিল রণবীরের। মূলত র্যাপ সঙ্গীতশিল্পীদের নিয়ে কাজ করে ‘ইংকইঙ্ক রেকর্ডস’।
View this post on Instagram
সম্প্রতি ‘ইংকইঙ্ক’-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেল নতুন এক গান। ‘অউর করো’। কাম ভারি এবং স্পিটফায়ার এই দুই র্যাপার গান গেয়েছেন। মিউজিক ভিডিওতে রয়েছেন রণবীর নিজে। রণবীর সিং এই গান প্রসঙ্গে বলেন, “মিউজিত, লিরিক্স, কণ্ঠ, গল্প, চরিত্রায়ণ সব কিছু মাত্রা ছাড়িয়েছে। ‘অউর করো’র মধ্যে পাগলামি এবং প্রতিভা দুটোই আছে। আমি ভিডিও কনসেপ্ট শুনেই আমি বলি, আমি থাকব। আমাকে এটার অংশ হতেই হবে।তাই ওরা খুঁজছিল কোথায় আমাকে এই পাগলামির মধ্যে রাখা যাবে। ফিল্ম এবং সংগীতের পৃথিবী যা কোনও নিয়ম মেনে চলে না, যা সেটাই আমার কাছে ঘরে থাকার আনন্দ দেয়। আমি এটাকেই ভালোবাসি।”
‘অউর করো’ গানে ব্যঙ্গাত্মকভাবে দেখানো হয়েছে যে একটি প্রতিভাকে বিনিয়োগকারীরা কীভাবে বাণিজ্যিক দৃষ্টি দিয়ে দেখে।