‘আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে…’ বসন্তের প্রেম নিয়ে সুপারহিট বাংলা গানে রয়েছে ‘নয়নে… নেশা’র কথা। কিন্তু বসন্তের আগে শীতের শুরুতেই ইন্ডাস্ট্রির অনেকের ‘নয়ন’-এ ‘নেশা’ ধরিয়েছিল দুই তারকার ঘনিষ্ঠতা। সৌরভ দাশ ও দর্শনা বণিকের বিয়েতে তাঁদের দেখে গসিপ জুড়েছেন ‘নিন্দুকেরা’। কথা হচ্ছে মিশমি দাস ও রণজয় বিষ্ণুর। গত বছর যাদেরই ভেঙেছে প্রেম! দুই ভাঙা হৃদয় এক হওয়া গসিপে যখন মাতোয়ারা টলি-টেলি পাড়া তখন হঠাৎই এক ইনস্টা পোস্ট মিশমির। রণজয়ের সঙ্গে এক সুন্দর ছবি পোস্ট করে এই টেলি-নায়িকা লিখেছেন, “আমরা সত্যি সম্পর্কে আছি…”। কী ভাবছেন তো? তবে কি সম্পর্ক স্বীকার করে নিলেন তাঁরা? এখানেই সিক্সারটা মেরেছেন মিশমি। পোস্টের ‘টু বি কন্টিনিউড’ মিস করে গেলে মিস হয়ে যাবে পোস্টের ‘টুইস্ট’টিও। সম্পর্কে আছির পর খানিক ফাঁকা দিয়ে মিশমি কী লিখেছেন জানেন? লিখেছেন, “ভাই-বোনের”। চলতি গসিপকে কাজে লাগিয়ে এভাবেই সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’র প্রচারও টুক করে সেরে নিয়েছেন বুদ্ধিমান ভিলেন। ওই ধারাবাহিক সত্যিই যে তিনি রণজয়ের বোন।
মিশমির সঙ্গে গুঞ্জন রটায় অতীতে খানিক বিরক্তই ছিলেন রণজয়। টিভিনাইন বাংলাকে বলেছিলেন, “কেন মানুষ আমাকে এত গুরুত্ব দিচ্ছে, আমি সত্যিই জানি না। মিশমির সঙ্গে আমার সম্পর্কের রটনা দেখে খুবই অস্বস্তি হচ্ছে আমার। মনে হচ্ছে, এটা কী এবং কেন রটেছে।” এরপর রণজয়ের সংযোজন, “মিশমি আমার সঙ্গে নতুন ধারাবাহিকে ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে বোনের চরিত্রে অভিনয় করছে। সৌরভ-দর্শনার বিয়েতে গিয়েই জানতে পারি যে, আমাদের দু’জনকেই ওরা ডেকেছে। আমাদের একসঙ্গে দেখে এতকিছু রটে গেল, মাই গড। ও আমার বোন ছাড়া আর কিচ্ছু নয়।”
অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে এক সময় তুখোড় প্রেম ছিল রণজয়ের। এখন যদিও সে সব অতীত। নিজেকে সিঙ্গল বলেই দাবি করেছেন অভিনেতা। ‘সাঁইয়া’ নন, তিনি যে শুধুই ‘ভাইয়া’– এমনটা বলে আসছেন জোর গলায়।