Tollywood Gossip: ‘বাদশার জ্যাকেট পরেছেন?’, পোশাক নিয়ে চরম কটাক্ষ সৌমিতৃষাকে

Tollywood Gossip: সৌমিতৃষা কুন্ডু-- এক বাক্য তাঁকে সবাই চেনে। ছোট পর্দা দিয়ে যাত্রা শুরু হলেও আজ তিনি বড় পর্দাতেও কাজ করতে চলেছেন। কিন্তু এ কী!

| Edited By: | Updated on: Jul 07, 2023 | 11:29 AM
সৌমিতৃষা কুন্ডু-- এক বাক্য তাঁকে সবাই চেনে। ছোট পর্দা দিয়ে যাত্রা শুরু হলেও আজ তিনি বড় পর্দাতেও কাজ করতে চলেছেন। কিন্তু এ কী!

সৌমিতৃষা কুন্ডু-- এক বাক্য তাঁকে সবাই চেনে। ছোট পর্দা দিয়ে যাত্রা শুরু হলেও আজ তিনি বড় পর্দাতেও কাজ করতে চলেছেন। কিন্তু এ কী!

1 / 7
চরম কটাক্ষের মুখে অভিনেত্রী। নেপথ্যে রয়েছে তাঁর সাম্প্রতিক এক ফটোশুট। কী পরেছিলেন তিনি?

চরম কটাক্ষের মুখে অভিনেত্রী। নেপথ্যে রয়েছে তাঁর সাম্প্রতিক এক ফটোশুট। কী পরেছিলেন তিনি?

2 / 7
'ফারি' জ্যাকেট আর সরু টপে নিজেকে মুড়েছিলেন তিনি। সঙ্গে ছিল বোল্ড মেকআপ আর মানানসই হেয়ার স্টাইল।

'ফারি' জ্যাকেট আর সরু টপে নিজেকে মুড়েছিলেন তিনি। সঙ্গে ছিল বোল্ড মেকআপ আর মানানসই হেয়ার স্টাইল।

3 / 7
কিন্তু সৌমিতৃষার এই লুক, পছন্দই হল না অনেকেরই। অনেকেই তাঁর এই জ্যাকেটকে তুলনা করেছেন বাদশার জ্যাকেটের সঙ্গেও। অনেকে আবার মেকআপ্ন নিয়েও সমালোচনা করেছেন।

কিন্তু সৌমিতৃষার এই লুক, পছন্দই হল না অনেকেরই। অনেকেই তাঁর এই জ্যাকেটকে তুলনা করেছেন বাদশার জ্যাকেটের সঙ্গেও। অনেকে আবার মেকআপ্ন নিয়েও সমালোচনা করেছেন।

4 / 7
এতদিন পর্যন্ত 'মিঠাই' হয়েই দর্শকের কাছে হাজির হতেন এই নায়িকা। কিন্তু বর্তমানে তাঁরা ওই ধারাবাহিকের কাজ ফুরিয়েছে। আর তিনি সুযোগ পেয়েছেন দেবের বিপরীতে একটি ছবিতে।

এতদিন পর্যন্ত 'মিঠাই' হয়েই দর্শকের কাছে হাজির হতেন এই নায়িকা। কিন্তু বর্তমানে তাঁরা ওই ধারাবাহিকের কাজ ফুরিয়েছে। আর তিনি সুযোগ পেয়েছেন দেবের বিপরীতে একটি ছবিতে।

5 / 7
আর সেখানেই যেন নিজের মিঠাই ইমেজ ভেঙে ফেলতে সচেষ্ট নায়িকা। সে কারণেই চলছে এই মারকাটারি ফটোশুট।

আর সেখানেই যেন নিজের মিঠাই ইমেজ ভেঙে ফেলতে সচেষ্ট নায়িকা। সে কারণেই চলছে এই মারকাটারি ফটোশুট।

6 / 7
আপাতত তাঁর পাখীর চোখ বড় পর্দা। সেখানে কতটা ছাপ রাখেন সেটাই দেখার।

আপাতত তাঁর পাখীর চোখ বড় পর্দা। সেখানে কতটা ছাপ রাখেন সেটাই দেখার।

7 / 7
Follow Us: