মাকে হারালেন মোনালি ঠাকুর, যন্ত্রণা নিয়েই স্টেজে গাইলেন একের পর-এক গান

Sneha Sengupta |

May 17, 2024 | 7:06 PM

Monali Thakur: বাবা-মায়ের বিয়োগ জীবনের বড় বিয়োগ। সেই বিয়োগের সঙ্গে অন্য কিছুর কোনও তুলনাই চলে না। কী হয়েছিল মোনালি-মেহুলির মায়ের। শোনা যাচ্ছে, এপ্রিল মাসের শেষেই নাকি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিডনির অবস্থা ছিল খুবই খারাপ। চলছিল ডায়ালেসিসও। অক্সিমিটারে অক্সিজেনের মাত্রা কমে হয় ৫১। বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে।

মাকে হারালেন মোনালি ঠাকুর, যন্ত্রণা নিয়েই স্টেজে গাইলেন একের পর-এক গান
মোনালি ঠাকুরের মায়ের প্রয়াণ।

Follow Us

১৮ দিন থেকে লড়াই করছেন গায়িকা-অভিনেত্রী মোনালি ঠাকুরের মা। শেষরক্ষা করা গেল না। মৃত্যু হল তাঁর। বাবা শক্তি ঠাকুরকে আগেই হারিয়েছেন মোনালি। এবার মা-ও চলে গেলেন। মোনালি এবং তাঁর দিদি মেহুলি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না, মা আর নেই। মাকে হারানোর কথা সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক) জানিয়েছেন মেহুলি। মায়ের একটি মিষ্টি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “শেকল ছিঁড়ে গেছে… অবশেষে কষ্টের অবসান… দুপুর ২ বেজে দশ মিনিটে মা স্থির হয়ে গেছে।”

বাবা-মায়ের বিয়োগ জীবনের বড় বিয়োগ। সেই বিয়োগের সঙ্গে অন্য কিছুর কোনও তুলনাই চলে না। কী হয়েছিল মোনালি-মেহুলির মায়ের। শোনা যাচ্ছে, এপ্রিল মাসের শেষেই নাকি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিডনির অবস্থা ছিল খুবই খারাপ। চলছিল ডায়ালেসিসও। অক্সিমিটারে অক্সিজেনের মাত্রা কমে হয় ৫১। বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। বুধবার (১৫.০৫.২০২৪) সকালেই জবাব দিয়ে দেয় চিকিৎসকেরা। তারপর লাইফসাপোর্ট খুলে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এ সব কথাই ইনস্টাগ্রাম সামাজিক মাধ্যমে জানিয়েছেন মোনালি।

আরও বড় বিষয় কি জানেন? মায়ের এই অবস্থার মধ্যে পেশাদারিত্বকে রক্ষা করতে বাংলাদেশে লাইভ পারফর্ম করতে গিয়েছিলেন মোনালি। বুকে যন্ত্রণা নিয়ে একের পর-এক গান গেয়েছেন। মঞ্চে দাঁড়িয়ে মাকে একটি গানও তিনি উৎসর্গ করেছেন।

Next Article