সারা আলি খান ও ভিকি কৌশল একসঙ্গে ছবি করেছিলেন ‘জরা হাটকে জরা বাঁচকে’। আর সেই ছবি প্রচারেই বারবার অভিনব আয়োজন করতে দেখা গিয়েছিল অভিনেতা-অভিনেত্রীদের। কখনও মুম্বইয়ের রাস্তায় ভিকি আর সারাকে স্বাগত জানাতে সামিল হয়েছিল অগুনতি জনতা, কখনও আবার একই ছবি ধরা দিয়েছিলেন কলকাতাতে। আর সেই জনতার উল্লাসেই ভেসে যাওয়া ভিকি কৌশল আর সারা আলি খানের কাণ্ড শুনলে অবাক হবেন। রিয়্যালিটি শো-তে অংশ নেওয়া থেকে শুরু করে মন্দিরে গিয়ে পুজো দেওয়া, ছবির প্রচারে সবটাই দায়িত্ব নিয়ে পালন করছিলেন এই জুটি। তাই বলে এভাবে সকলের সামনে সত্যি ফাঁস করে দেওয়াটা কি ঠিক? হয়তো নয়। সারা আলি খান চুরি করেছিলেন! প্রথমে শুনলে বিশ্বাস নাও হতে পারে, তবে এটাই সত্যি। সারা আলি খান নাকি বিমানবন্দরের লাউঞ্চ থেকে বালিশ চুরি করেছেন।
সারা আলি খান বরাবরই বেশ স্পষ্টবাদী। নিজের প্রসঙ্গে নানা সত্যি তিনি নিজেই সামনে আনেন। যেমন কপিল শর্মা শোয়ে এসে একবার নিজে মুখেই তিনি জানিয়েছিলেন, যে তিনি মোটেও খরচ করতে পছন্দ করেন না। এতদিনের কেরিয়ার হওয়ার সত্ত্বেও তিনি নিজের একটা গাড়ি এখনও পর্যন্ত কেনেননি। এমনকি নিজের মাকেও টাকা নিয়ে প্রকাশ্যে বকাঝকা করতে পিছপা হন না নবাব কন্যা। তিনি নবাব কন্যা হতে পারেন, তবে জানলে অবাক হবেন, স্বাধারণ জীবন যাপন করতেই তিনি বেশি পছন্দ করেন। দোকানে দাঁড়িয়ে দরদাম করে পোশাক কেনা থেকে শুরু করে কম খরচে নিজের দিনযাপন করা, সবেতেই তিনি সিদ্ধাহস্থ। ফলে সারা আলির ক্ষেত্রে এ কাজ অবাক করা নয়।