মনামীর ‘সুইটেস্ট’ ডান্স পার্টনার কে? প্রকাশ্যে সেই বিশেষ মানুষ

শুভঙ্কর চক্রবর্তী |

Mar 21, 2021 | 6:28 PM

‘লড়কি বিউটিফুল কর গই চুল’ গানে চলল নাচ।

মনামীর সুইটেস্ট ডান্স পার্টনার কে? প্রকাশ্যে সেই বিশেষ মানুষ
মনামী।

Follow Us

‘লড়কি বিউটিফুল কর গই চুল’—‘কাপুর অ্যান্ড সন্স’ ছবির এই গান ভীষণ জনপ্রিয়। আজও রাতের পার্টি লুপে বাজে এ গান। আর রাতের উদ্যামতায় বেড়ে চলে কোমড়ের ‘মুভ’। আর এই গানের একটি লাইন উৎসর্গ করা হয়েছে যাঁকে তাঁর সঙ্গেই কোমড় দোলালেন টলি অভিনেত্রী মনামী ঘোষ।

 

আরও পড়ুন হাঁটু দেখানো ছেঁড়া জিনস! রাজনীতিককে বার্তা রণবীরের?

 

গানের সেই লাইনে ছিল—‘মটক মটক জ্যায়সে রবিনা ট্যান্ডন’। এবং রবিনাকে সঙ্গে নিয়েই নাচলেন মনামী ঘোষ। ক্যাপশনে লিখলেন, ‘দেখতেই হবে’। স্টার জলসার এক রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’-এ রবিনা বিশেষ অতিথির আসনে দেখা যাবে তাঁকে।

কিছুদিন আগেই এই শোয়ের মঞ্চে বসে থাকা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী পা ছুঁয়ে নমস্কার করেন অভিনেত্রী। মনামীর পোস্টে একেবারে নির্ভেজাল আলাপচারিতার ক্যানডিড মুহূর্তের ভিডিয়ো ধরা পড়ে। অভিনত্রী মনামী ঘোষের ইনস্টায় পোস্ট করা ভিডিয়োয় ধরা পড়ল এমনই এক কথোপকথন। ক্যাপশানে মনামী লিখলেন, ‘লাক’ ছবিতে মিঠুন চক্রবর্তীর এক সংলাপ ‘না লাক বদলতা হ্যাঁয় না ইনসান কি তকদির…ইসান কা ওয়াকত বদলতা হ্যাঁয়।’

 

 

কিছুদিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন ‘জাত গোখরো’ মিঠুনদা। ‘দাদা’র বিজেপি যোগদান নিয়ে কথা হয়েছিল সেদিন, প্রশ্নটি ছিল মনামী ঘোষের কাছে, উত্তরে বললেন, “ভিডিয়োটি এক মাস আগে তোলা, তখনও দাদা বিজেপিতে যোগ দেননি।” মনামী বললেন প্রণাম করার পর মিঠুনদা তাঁকে বলেন, “রোজ-রোজ প্রণাম কেন করিস,”

Next Article