হাঁটু দেখানো ছেঁড়া জিনস! রাজনীতিককে বার্তা রণবীরের?
কিছুদিন আগে মহিলাদের রিপড জিন্স পরা নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
আসন্ন ছবি ‘এইট্টি থ্রি’ নিয়ে প্রস্তুত হচ্ছেন বলিউডের ডাকসাইটে অভিনেতা রণবীর সিং। রোববার, হয়তো সেই ছবির প্রমোশনে এক গাল হাসি নিয়ে ক্রিকেট মাঠে পোজ দিলেন অভিনেতা। পরনে কালো টিশার্ট, কালো জিনস এবং গলায় চেন, চোখে সানগ্লাস। রণবীর নিজের ঠোঁটে রেখে দিয়েছেন তাঁর চার্মিং স্মাইল।
আরও পড়ুন ‘হসিনা’র পাল্লায় অভিনেতা! ১৩ বছর পর স্ক্রিনে রণবীর-বিপাশা
ছবি পোস্ট করেছেন ঠিকই, কিন্তু ছবির কোনও ক্যাপশন দেননি রণবীর। কিছুদিন আগে নিজের পেটানো চেহারার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা বাড়িয়ে চুলেছিল রণবীর। আর আজ ‘ম্যান ইন ব্ল্যাক’ হয়ে উষ্ণতার পারদ আরও এক ধাপ বাড়িয়ে দিলেন তিনি।
View this post on Instagram
কিছুদিন আগে মহিলাদের রিপড জিন্স পরা নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। শিশুদের অধিকার নিয়ে উত্তরাখণ্ড রাজ্য কমিশন দেহরাদুনে একটি বিশেষ ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত একটি এনজিও(NGO)-র মহিলাকর্মীকে ছেঁড়া জিন্সের প্যান্ট পরতে দেখে তিনি বিস্মিতবোধ করছেন বলে জানান। এতে শিশুদের মনে ও সমাজে খারাপ উদাহরণ তৈরি হবে বলেও জানান তিনি।
View this post on Instagram
তবে, রণবীর বোধ হয় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা কানে তোলেননি। ব্ল্যাকড রিপড জিনস বেশ ফ্লন্ট করেই একগাল হাসি নিয়ে পোজ দিয়েছেন রণবীর।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী মহিলাকর্মীকে ছেঁড়া জিন্সের প্যান্ট দেখে বলেছিলেন, “যদি এই ধরনের মহিলা সমাজে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যা সমাধানের চেষ্টা করেন, তবে তাঁরা সমাজে কী বার্তা দেবেন? শিশুরাই বা কী শিখবে? এই শিক্ষাগুলি বাড়ি থেকেই শুরু হয়। কারণ আমরা যা করি, তাই শিশুরা অনুসরণ করে। যদি একজন শিশুকে বাড়িতে সঠিক সংস্কৃতির শিক্ষা দেওয়া হয়, তবে তাঁরা যতই আধুনিক হয়ে উঠুক না কেন, জীবনে কখনও ব্যর্থ হবেন না।”
View this post on Instagram