Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘লোচা? এ কেমন ভাষা’, বম্বে নিয়ে হঠাৎ কেন মেজাজ হারালেন মৌসুমী

Moushumi Chatterjee: ছবির ফ্রেমে হোক কিংবা বাস্তবে বারবার ফুটে উঠতে দেখা যায়। সেই মৌসুমী চট্টোপাধ্যায় হঠাৎ কেন বম্বে নিয়ে সরব হয়ে উঠলেন? একবার ইন্ডিয়ান আইডল রিয়্যালিটি শোয়ে উপস্থিত হতে দেখা যায় তাঁকে। যেখানে বিচারকের আসনে তিনি উপস্থিত ছিলেন।

'লোচা? এ কেমন ভাষা', বম্বে নিয়ে হঠাৎ কেন মেজাজ হারালেন মৌসুমী
Follow Us:
| Updated on: Feb 05, 2024 | 1:38 PM

মৌসুমী চট্টোপাধ্যায়, টলিউড থেকে বলিউড, দাপটের সঙ্গে অভিনয়. করে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন। সহকর্মীদের তালিকায় উত্তম কুমার থেকে শুরু করে অমিতাভ বচ্চন, রয়েছেন অনেকেই। সেই সেলেব আজও মাঝে মধ্যেই চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকেন। বরাবরই খোলা মনের মানুষ তিনি। মন খুলে কথা বলাটাই যেন তাঁর বিশেষত্ব। যা ছবির ফ্রেমে হোক কিংবা বাস্তবে বারবার ফুটে উঠতে দেখা যায়। সেই মৌসুমী চট্টোপাধ্যায় হঠাৎ কেন বম্বে নিয়ে সরব হয়ে উঠলেন? একবার ইন্ডিয়ান আইডল রিয়্যালিটি শোয়ে উপস্থিত হতে দেখা যায় তাঁকে। যেখানে বিচারকের আসনে তিনি উপস্থিত ছিলেন।

পাশে বসে শ্রেয়া ঘোষাল। হঠাৎই মৌসুমী বলে ওঠেন, তার মাইক না হলেও চলবে। তিনি জোরে কথা বলতে পারেন। এখান থেকেই শুরু হয় হাসি ঠাট্টা। সকলেই অনুমাণ করে নিয়েছিলেন, যে এদিনের পর্ব বেজায় জোড়াল হতে চলেছে। এরই মাঝে মৌসুমী হঠাৎ বলে বসেন— ”আমাকে বলা হচ্ছে, আমি যেন হিন্দিতে কথা বলি। আরে ছবি তো নির্বাকও হয়। বম্বের তো কোনও ভাষাই নেই। আপুনকো, তেরেকো, মেরেকো, এটা কোন হিন্দি ভাই। আরে আমি যখন বম্বেতে এসেছিলাম, লোকের মুখে শুনেছিলাম, লোচা হয়ে গেল। আমি ভাবতে থাকি, লোচাটা কী ভাই। এত কিছু শুনেছি, এই লোচাটা কী? অর্ধেক মানুষ ইংরেজিতে দিচ্ছেন, অর্ধেক মানুষ মারাঠিতে দিচ্ছেন, অর্ধেক মানুষ হিন্দিতে দিচ্ছেন, অর্ধেক মানুষ লোচা করছেন।”

মৌসুমীর এই বক্তব্য শুনে পাশ থেকে কুমার শানু বলে ওঠেন, ”আজ তো পুরো এনার্জিতে রয়েছেন”। সম্মতি জানিয়ে শ্রেয়া বলেন, ”সত্যি খুব মজা হবে।” সেই পর্ব রীতিমত চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিল। যদিও মৌসুমী সবটাই মজা করেই বলেছিলেন। রাখঢাক না করেই ভাষা প্রসঙ্গে এই প্রশ্ন তুলেছিলেন মাত্রা।