AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রেমের খবর রটতেই বিয়ের পরিকল্পনা! কবে সাত পাকে বাঁধা পড়ছেন ধনুষ-ম্রুণাল?

খুব শীঘ্রই নাকি এই প্রেমকে নতুন পরিণতি দিতে চলেছেন এই তারকা জুটি। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি তাঁরা সাত পাকে বাঁধা পড়তে চলছেন। তা এই খবরটা সত্যি নাকি এটাও রটনা?

প্রেমের খবর রটতেই বিয়ের পরিকল্পনা! কবে সাত পাকে বাঁধা পড়ছেন ধনুষ-ম্রুণাল?
| Edited By: | Updated on: Aug 12, 2025 | 2:32 PM
Share

যা রটে তার কিছু তো বটে! ম্রুণাল ঠাকুর ও ধনুষের ব্য়াপারটা অনেকটা এরকমই। হঠাৎ করেই রটে গেল, ধনুষ নাকি ম্রুণালের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। এমনকী, সেই প্রেমের উদাহরণ হিসেবে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল জুটির নানান ভিডিও। তবে গুঞ্জন রটলেও, এবারে মুখে কুলুপ এঁটেছেন ধনুষ ও ম্রুণাল। বরং পুরো গুঞ্জনকে পাশ কাটিয়ে যাচ্ছেন। এবার নতুন খবর হল, শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি এই প্রেমকে নতুন পরিণতি দিতে চলেছেন এই তারকা জুটি। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি তাঁরা সাত পাকে বাঁধা পড়তে চলছেন। তা এই খবরটা সত্যি নাকি এটাও রটনা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই ম্রুণাল জানিয়েছেন, ”জানিনা কীভাবে এসব রটছে। আসলে আমরা দুজন খুব ভাল বন্ধু। এর বাইরে আর আমাদের মধ্যে কোনও সম্পর্ক নেই। তাই বিয়ের খবরটা একেবারেই ভুয়ো। এসব কান না দেওয়াই ভাল। ”

তবে গুঞ্জনপাড়া বলছে, ম্রুণাল নাকি ধনুষের দুই দিদির সঙ্গেও আলাপ জমিয়েছেন। বিয়ের ইচ্ছা না থাকলে কি কোনও নায়িকা এসব করেন? এ ব্যাপারে অবশ্য ম্রুণাল ও ধনুষ স্পিক টি নট।