‘কথা দিচ্ছি আর এমনটা হবে না’, সোনাক্ষীর মান ভাঙাতে মুকেশ লিখলেন…

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 18, 2024 | 1:45 PM

শত্রুঘ্ন সিনহাকে অপমান করেছেন প্রবীণ অভিনেতা মুকেশ খন্না। সোনাক্ষীদের শিক্ষা, বেড়ে ওঠা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পর্দার শক্তিমানকে রীতিমতো তুলোধনা করেন অভিনেত্রী। লম্বা পোস্ট করে জানিয়ে দেন তিনি যে তাঁকে এবং তাঁর বাবাকে সম্বোধন করে তিনি যে মন্তব্য করেছেন সেটা একেবারেই ঠিক নয়। তবে চুপ থাকলেন না মুকেশও।

কথা দিচ্ছি আর এমনটা হবে না, সোনাক্ষীর মান ভাঙাতে মুকেশ লিখলেন...

Follow Us

রেগে গিয়েছিলেন সোনাক্ষী সিনহা। বাবা শত্রুঘ্ন সিনহাকে অপমান করেছেন প্রবীণ অভিনেতা মুকেশ খন্না। সোনাক্ষীদের শিক্ষা, বেড়ে ওঠা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পর্দার শক্তিমানকে রীতিমতো তুলোধনা করেন অভিনেত্রী। লম্বা পোস্ট করে জানিয়ে দেন তিনি যে তাঁকে এবং তাঁর বাবাকে সম্বোধন করে তিনি যে মন্তব্য করেছেন সেটা একেবারেই ঠিক নয়। তবে চুপ থাকলেন না মুকেশও। তিনিও একটি লম্বা পোস্ট করেন। যেখানে তিনি জানিয়েছেন , সোনাক্ষী বা শত্রুঘ্নকে উদ্দেশ্য করে তিনি কিছু বলতে চাননি। মুকেশ নিজের সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে লেখেন সে কথা।

তিনি লেখেন, “প্রিয় সোনাক্ষী, আমি অবাক তুমি এত দিন পরে প্রতিক্রিয়া জানালে। বুঝেছিলাম যে এই ঘটনায় তোমাদের নাম নেওয়া মানে তোমাদের বিরোধিতা করছি। তবে একটা কথা অমি স্পষ্ট করে দিতে চাই যে এই মন্তব্যের পিছনে আমার কোনও অসত্‍ উদ্দেশ্য ছিল না। তোমার বাবা আমার সিনিয়র। আমি এই মন্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছিলাম বর্তমান প্রজন্ম যাকে জেন জ়ি বলা হয়ে থাকে। তাঁরা কিছুই গভীর ভাবে বুঝতে চায় না। গুগল এবং উইকিপিডিয়ার দাসত্ব করে কেটে যাচ্ছে। তোমার খারাপ লেগেছে আমি খুবই দুঃখিত। কথা দিচ্ছি তোমার বা তোমার পরিবারের নাম উল্লেখ করে আর এমন কোনও মন্তব্য আমি করব না।”

উল্লেখ্য, ২০১৯ সালে ‘কৌন বনেগা ক্রোড় পতি’র মঞ্চে গিয়েছিলেন নায়িকা। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে হনুমান কার জন্য সঞ্জীবনী বুটি এসেছিলেন রামায়ণে? সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি নায়িকা। তা শোনা পরেই এক সাক্ষাত্‍কারে মুকেশ শত্রুঘ্নর শিক্ষার সমালোচনা করেন। প্রকাশ্যে বাবার অপমান আর সহ্য করে থাকতে পারেননি নায়িকা।

Next Article