Bollywood: ‘যদি কোনও মেয়ে সঙ্গম করতে চায় তবে…’, মুখ ফসকে এ কী বললেন ‘শক্তিমান’ মুকেশ!
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Aug 10, 2022 | 1:59 PM
Bollywood: পর্দায় একদা তিনি একাধারে শত্রু নিধন করেছেন। প্রাচ্য দেশেই তিনিই ছিলেন প্রথম সুপারহিরো। ছোটদের কাছে তিনিই ছিলেন একমাত্র মুশকিল আসান। এবার সেই শক্তিমান ওরফে মুকেশ খান্না কাঠগড়ায়।
1 / 5
পর্দায় একদা তিনি একাধারে শত্রু নিধন করেছেন। প্রাচ্য দেশেই তিনিই ছিলেন প্রথম সুপারহিরো। ছোটদের কাছে তিনিই ছিলেন একমাত্র মুশকিল আসান। এবার সেই শক্তিমান ওরফে মুকেশ খান্না কাঠগড়ায়।
2 / 5
তাঁর এক বক্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। নারীদের সম্পর্কে তিনি যা বলেছেন, অনেকেই মনে করেছেন গোটা নারীজাতির কাছে তা অত্যন্ত কুরুচিপূর্ণ ও ক্ষমাহীন। কী বলেছেন তিনি?
3 / 5
মুকেশের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতেই দেখা গিয়েছে, মুকেশ বলছেন, "কোনী মেয়ে যদি নিজে থেকে সঙ্গম করতে চায় তবে সেই মেয়ে আদপে মেয়ে নয়।"
4 / 5
এখানেই না থেমে তিনি আরও বলেন, "কারণ এই ধরনের নির্লজ্জ কথা কোনও সভ্য সমাজের মেয়ে বলতে পারে না। যদি সে করে তবে সেই সমাজ একেবারেই সভ্য নয়।"
5 / 5
তাঁর কথায়, বুঝতে হবে তবে ওটি মেয়েটির 'ধান্দা'। এখানেই শেষ নয় কোনও পুরুষকে এই ঘটনার অংশীদার হতেও বারণ করেছেন তিনি। এই ভিডিয়োর পরেই এখন বিতর্কের ঝড়? অনেকেই বলছে, শক্তিমান যা বলেছেন তা অপমানজনক। যদিও মুকেশ পাল্টা এ নিয়ে এখনও কিছু বলেননি।