AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হারিয়ে গিয়েছিল ‘ধূমকেতু’র সুরেলা গান! কীভাবে হল উদ্ধার? সবটা জানালেন অনুপম রায়

স্যোশাল মিডিয়ায় তাঁদের এই মুহূর্তের ছবি ছেয়ে রয়েছে। তবে এই সবকিছুর মধ্যেই এক অন্য গল্প উঠে এল এই ছবির অন্যতম সুরকার অনুপম রায়ের কথায়।

হারিয়ে গিয়েছিল 'ধূমকেতু'র সুরেলা গান! কীভাবে হল উদ্ধার? সবটা জানালেন অনুপম রায়
| Edited By: | Updated on: Aug 05, 2025 | 2:13 PM
Share

দশ বছরের অপেক্ষার পর ‘ধূমকেতু’ মুক্তির পথে। সম্প্রতি সবকিছু ভুলে একসঙ্গে দেশের ফ্যানদের সাক্ষী রেখেই নিজেদের ভুল বোঝাবুঝির অবসান করল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই দিনটা বাংলা সিনেমার ইতিহাসে উজ্জ্বল হয়ে রইল। সিনেমার স্বার্থে দুই তারকা আবার একসঙ্গে ছবির প্রচারে। স্যোশাল মিডিয়ায় তাঁদের এই মুহূর্তের ছবি ছেয়ে রয়েছে। তবে এই সবকিছুর মধ্যেই এক অন্য গল্প উঠে এল এই ছবির অন্যতম সুরকার অনুপম রায়ের কথায়। এই ট্রেলার লঞ্চে এসে ছবির সবথেকে বেশি চর্চিত গান গেয়ে এই গানের হারিয়ে যাওয়ার কথা শোনালেন। তিনি বলেন, ” প্রায় দশ বছর আগে এই ছবির গান রেকর্ড করা হয়। আমি যে রেকর্ডিং স্টুডিওতে এই গানগুলো রেকর্ড করেছিলাম, সেই স্টুডিওটাই উঠে গিয়েছে। বহু বছর পর ছবির প্রযোজক রানা সরকার ও দেবের থেকে ফোন আসে যে ছবিটি মুক্তি পাবে, তখন খুঁজতে বসি সেই হার্ড ডিস্ক।”

তিনি আরও জানান, ভাগ্যিস তিনি সেই সময় গান গুলো হার্ড ডিস্কে তুলে রেখেছিলেন, না হলে আজ গান গুলো থাকত না। আসলে তিনি মনে মনে ভেবেই ছিলেন, ‘ধূমকেতু ‘ নাম যখন, হঠাৎই চলে আসবে। আর ঠিক তাই হল।

এই ছবির একটি গান ‘গানে গানে যদি….’ গিয়েছিলেন শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং। অনুপম বলেন, ” এই দুই গায়ক গায়িকা গত দশ বছরে অনেক বলেছেন নিজেদের ভয়েস। সেখানে দাঁড়িয়ে এতো বছর আগের গান দর্শকরা যেভাবে ভালবেসেছেন, আমি আপ্লুত। ” প্রসঙ্গত, মূলত ছবিতে যেকটি গান রয়েছে , তার মধ্যে কেবল এই গানটি নায়ক নায়িকার লিপ্সিং এ রয়েছে।