সাংস্কৃতিক জগতের সঙ্গে তাঁর ছিল বেশ গভীর যোগাযোগ। খোঁজ নিতেন সিনেপাড়ার। ভাল ছবির জন্য উৎসাহ দিতেন। বাড়িয়েছেন বহু শিল্পীর আত্মবিশ্বাস। টলিপাড়ার একশ্রেণির তেমনটাই মত। তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যাঁর প্রয়াণে শোকস্তব্ধ শিল্পীমহলও। TV9 বাংলা যোগাযোগ করতে ধরে আসে শিল্পীদের কণ্ঠ। কেউ জানালেন একান্ত সাক্ষাতের কথা, কেউ আবার জানালেন শ্রদ্ধা।
নচিকেতা চক্রবর্তী, গায়ক
বুদ্ধদার মৃত্যুটা এটা খুব দুর্ভাগ্যজনক। আমার সঙ্গে ওনার ব্যক্তিগত পরিচয়ও ছিল। মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একসময় আড্ডাও দিয়েছি প্রচুর। অনেক আলোচনা করেছি। ভাল মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন। অনেক বিষয় তাঁর আগ্রহ ছিল। সাংস্কৃতিক বিষয় তাঁর প্রচুর আগ্রহ ছিল। ছবি নিয়ে তো ছিলই। উনি অনুবাদও করেছিলেন। মায়াকোভস্কির অনুবাদ করেছিলেন। আমি পড়েছিলাম। দেখা হয়েছে অনেকবার। উনি আমায় চিনতেন নচিকেতা হিসেবে। যখনই দেখা হত, ওনার সঙ্গে বসে কথা হত। এইরকমই।
সিদ্ধার্থ রায় ( সিধু ) গায়ক
বুদ্ধবাবু চলে যাওয়াটা সত্যি সত্যি দুঃখের। যদিও ওনার বয়স হয়েছিল, উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এমন একটা সময় তো চলে যেতেই হয়। তবে ওনাকে আমি সারা জীবন মনে রাখব, বাঙালি সব সময় মনে রাখবে, কারণ একজন শিক্ষিত প্রশাসক, একজন রুচিশীল, শিল্পবোধ সম্পন্ন প্রশাসক হলে সাধারণ মানুষের মনে এক অন্যরকমের আত্মবিশ্বাস থাকে। বা, আমি শিল্পী, যতক্ষুদ্রই হই না কেন, আমি এক অন্যরকমের আত্মবিশ্বাস পেতাম, যে আমাদের মুখ্যমন্ত্রী তিনিও রুচিশীল, তিনিও শিল্পবোধ সম্পন্ন এমন একজন ভদ্রলোক। অনেক দূর্নীতি নিয়ে সারা ভারতের নেতাদের প্রতি আঙুল তোলা হয়, তবে বুদ্ধদেব বাবুর ক্ষেত্রে এমন আঙুল তোলার কোনও প্রশ্নই ওঠেনি কোনওদিন। এমনই এক প্রশাসক তিনি ছিলেন, সেই সময়টা আমরা উপভোগ করেছি। সেজন্য ওনাকে সারা জীবন মনে রাখব।
রূপঙ্কর বাগচী, গায়ক
খুবই খারাপ লাগছে। ওনার মৃত্যু খুব দুঃখজনক। শেষ জীবনটা খুবই কষ্টের। একজন প্রকৃত মানুষ ছিলেন। আমার কাছে রাজনৈতিক নেতাদের মধ্যে অন্যতম সেরা নেতা ছিলেন। সে জায়গা থেকে খুবই দুঃখজনক। নিজে যে জীবন যাপন করেছেন, সেটা ভীষণই সাধারণ মানের। সেটা আমরা সব সময় আদর্শ রাজনীতিবিদদের মধ্যে দেখতে পাই, দেখতে চাই অন্তত। সে জায়গা থেকে ওনার প্রতি আগাধ শ্রদ্ধা আছে আমার। ওনার মৃত্যুতে ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।