সারাটা সকাল প্রচণ্ড মন খারাপ করে বসে আছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর মুখে চিরকালই শোনা যেত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর কথা। মানুষটাকে খানিক অনুসরণ করতেন শ্রীলেখা। বুদ্ধদেবের প্রয়াণে শোকস্তব্ধ হয়ে কথা হারিয়ে ফেলেছেন অভিনেত্রী। টিভি নাইন বাংলা ডিজিটালের জন্য কলম ধরলেন শ্রীলেখা মিত্র।
একটা মিশ্র অনুভূতিতে আমি কথাগুলো লিখছি। কোথায় যেন একটা দীর্ঘশ্বাস পড়ছে আমার। মনটা বারবার একটাই কথা বলছে–যাক, এবার তা হলে আপনি মুক্তি পেলেন। চারিদিকের অরাজকতা থেকে আজ আপনি প্রকৃত অর্থেই মুক্ত হয়েছেন। জানেন তো, এতদিন আমার মনে কোনও এক কোণে ধিকধিক করে আশার আলো জ্বলত–যদি একদিন আবার আকাশটায় লাল রং ছেয়ে যায়… সেটা কি আর সম্ভব!
না আপনার সঙ্গে আমার সরাসরি আলাপ হয়নি। আপনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, বামেরা যখন ক্ষমতায় ছিল, তখন আমি ক্ষমতার লোভে আপনার চারপাশে ঘুরিনি। আপনাকে দূর থেকে দেখেছি আর কুর্নিশ জানিয়েছি। আপনার উপর আমার খুব রাগ হয়েছিল। মনে হয়েছিল, নন্দীগ্রাম-সিঙ্গুরের ঘটনায় আপনি আরও বলিষ্ঠ পদক্ষেপ নিতেই পারতেন। কিন্তু পরবর্তীকালে বুঝেছিলাম, আপনি কোন শিক্ষায় শিক্ষিত। আরও রাগ হয়েছিল একটা ঘটনায়। আপনার পরমহংসের মতো সাদা পোশাকটায় রক্তের ছিটে লাগিয়েছিল বিরোধীরা। তখনকার বুদ্ধিজীবীদের একাংশ পরিবর্তনের আশায় আপনাকে অশ্রদ্ধাও করেছিলেন।
আমার কথাগুলো এলোমেলো শোনাতে পারে আজ। আসলে আপনার এই চলে যাওয়া মেনে নিতে পারছি না কোনওমতেই। গলার ভিতরে কী যেন একটা দলা পাকিয়ে আসছে। আমি এই লেখাটা অনেক যন্ত্রণা নিয়েই লিখতে বসেছি। মিথ্যা বলতে পারি না, তাই এই খোলা চিঠিটায় এই সত্যিটা লুকোতে পারলাম না। আমার মানসিক অবস্থা খুব একটা ভাল নেই। আমার ধাতস্থ হতে সময় লাগবে। এটা মানতে সময় লাগবে যে, আপনি সত্যিই আর নেই। তরুণ প্রজন্মকে পথ দেখানোর আর একজন মানুষ আজ চলে গেলেন। অনেক হতাশা নিয়ে, অনেক অভিমান নিয়ে, অনেক কষ্ট বুকে নিয়ে চলে গেলেন।
নিজের আখের গোছাতে পারেননি আপনি। যার জন্য হয়তো শেষজীবনেও আপনাকে অনেক কষ্ট পেতে হল। তবুও আপনি তো আপনিই। আপনি মাথা উঁচু রেখেই বিদায় নিলেন। আপনার জীবদ্দশায় পশ্চিমবঙ্গে লাল পতাকা আর উড়ল না… হয়তো উড়বে। হয়তো তরুণ প্রজন্ম আপনার দেখানো পথেই হাঁটবে। হয়তো তাঁরা আপনার মতোই সততা দেখাবে। আশা রাখছি…