দর্শনাকে নিয়েই ছুটলেন হাসপাতালে, সৌরভের পরিবারে হঠাৎ কী হল?

Aug 08, 2024 | 5:15 PM

Sourav Das: দর্শনার সঙ্গেও ছবি শেয়ার করেন অভিনেতা। TV9 বাংলার পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁকে ফোনে পাওয়া যায় না। যদিও ছবি দেখা মাত্রই অভিনেতার মায়ের দ্রুত আরোগ্য কামনা করছেন শুভাকাঙ্খীরা।

দর্শনাকে নিয়েই ছুটলেন হাসপাতালে, সৌরভের পরিবারে হঠাৎ কী হল?

Follow Us

সৌরভ দাস ও দর্শনা বণিক, বর্তমানে চুটিয়ে সংসার করছেন। সংসারের পাশাপাশি টলিপাড়ার কাজও করছেন একাধিক। এরই মাঝে পরিবারে বিপত্তি। অভিনেতার মা অসুস্থ। তড়িঘড়ি স্ত্রী দর্শনাকে সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছে যান। সেখানেই বর্তমানে চিকিৎসারত তাঁর মা। যদিও সৌরভ দাসের মায়ের সঠিক কী হয়েছে, সে বিষয় এখনও কোনও খবর পাওয়া যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় অভিনেতা এই খবর ভক্তদের থেকে লুকিয়ে রাখলেন না। তাঁর শেয়ার করা ছবিতে দেখা গেল হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন সৌরভ দাসের মা। মায়ের হাত চেপে ধরে তুললেন সেলফি। দর্শনার সঙ্গেও ছবি শেয়ার করেন অভিনেতা। TV9 বাংলার পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁকে ফোনে পাওয়া যায় না। যদিও ছবি দেখা মাত্রই অভিনেতার মায়ের দ্রুত আরোগ্য কামনা করছেন শুভাকাঙ্খীরা।

প্রসঙ্গত, সৌরভ দাসের স্ত্রী দর্শনার সঙ্গে বেশ মধুর সম্পর্ক অভিনেতার মায়ের। মাঝে মধ্যে তাঁদের একসঙ্গে দেখা যায়। সম্প্রতি মাকে নিয়েই গিয়েছিলেন সূর্য ছবির প্রিমিয়ারে। সেখানেও দেখা গিয়েছিল বউমা-শাশুড়ির সম্পর্কের গভীরতা। দর্শনা-সৌরভের বিয়ের পর কেটে গিয়েছে বেশ কয়েকবছর। ছেলের বউ রান্না পারে কি না সেই প্রসঙ্গে একবার সৌরভের মাকে প্রশ্ন করা হলে, তিনি স্পষ্ট উত্তর দিয়েছিলেন, ও যেটা পারে সেটাই করবে, ও অভিনয় করে, সেখানে আরও উন্নতি করুক। তাতেই স্পষ্ট হয়ে যায় যে তিনি দর্শনাকে কতটা আগলে রাখেন, কতটা পছন্দ করেন। ফলে শাশুড়ি মায়ের অসুস্থতায় সেই বউমা পাশে থাকবে না, তা তো হয় না। তাই সৌরভের সঙ্গে সঙ্গেই হাসপাতালে রয়েছেন তিনিও।

Next Article