অসুস্থ রজনীকান্ত, অভিনেতার স্ত্রীকে ফোন করে কী বললেন প্রধানমন্ত্রী?
Rajinikanth: মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে কে আন্নামালাই জানান, রজনীকান্তের স্ত্রী লতার সঙ্গে ফোনে প্রধানমন্ত্রীর কথা হয়েছে। কেমন আছেন সুপারস্টার, সেই সংক্রান্ত সমস্ত তথ্য মোদিকে জানানো হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সুপারস্টার রজনীকান্ত। খবর প্রকাশ্যে আসা মাত্রই ভক্তদের মনে উদ্বেগ চরমে। সকলেই অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করে চলেছেন। সোমবার রাতে ভর্তি করা হয়েছিল এক বেসরকারি হাসপাতালে। মধ্যরাতেই ছড়িয়ে পড়েছিল সেই খবর। দক্ষিণী থালাইভাকে নিয়ে পলকে উদ্বেগ বাড়ে ভক্তমহলে। কী হয়েছে, কেমন আছেন, এমন প্রশ্ন যখন ছড়িয়ে পড়তে থাকে, ঠিক তথনই মেলে খানিক স্বস্তির খবর। বর্তমানে খানিক স্থিতিশীল অভিনেতা। খবর পেতেই মঙ্গলবার রাতে অভিনেতার স্বাস্থ্যের খোঁজ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী। তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই এক্স হ্যান্ডেলে জানালেন সেই খবর। লিখলেন, মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে কে আন্নামালাই জানান, রজনীকান্তের স্ত্রী লতার সঙ্গে ফোনে প্রধানমন্ত্রীর কথা হয়েছে। কেমন আছেন সুপারস্টার, সেই সংক্রান্ত সমস্ত তথ্য মোদিকে জানানো হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
প্রসঙ্গত প্রাথমিকসূত্রে জানা গিয়েছিল পেটে ব্যথার কারণেই রজনীকান্তকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। দুটি ছবির কাজ নিয়ে সম্প্রতি ব্যস্ত ছিলেন তিনি। শরীর মাঝে মধ্যেই ভাল যাচ্ছে তাঁর। সেই কারণ বশত রাজনীতি থেকেও নিয়েছেন অবসর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা কারণে তিনি অসুস্থ ছিলেন। কিডনি প্রতিস্থাপনও করা হয়েছিল। তবে কেমন আছেন তিনি, সেই প্রসঙ্গে হাসপাতাল থেকে প্রাথমিকভাবে কিছু না জানালেনও অবশেষে সামনে আসে ডেমিক্যাল বুলেটিন।
Our Hon. PM Thiru @narendramodi avl spoke telephonically to Smt. Latha Rajinikanth avl today to inquire about the health of our Super Star Thiru @rajinikanth avl.
Hon PM was informed about the well-being of Thiru Rajinikanth avl post-surgery & Hon PM wished him a speedy… pic.twitter.com/dvneX2IJju
— K.Annamalai (@annamalai_k) October 1, 2024
কী লেখা তাতে?
রজনীকান্তের হার্টের মূল রক্তবাহিকায় সমস্যা দেখা দেয়। তবে চিকিৎসার জন্য অভিনেতার কোনও অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। ট্রান্স ক্যাথেটার পদ্ধতির মাধ্যমে অভিনেতার চিকিৎসা করা হয়েছে এবং একটি স্টেন্ট বসানো হয়েছে। ওই বিবৃতিতেই হাসপাতালের তরফে অনুরাগীদের ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, আগামী দু’দিনের মধ্যে অভিনেতাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।