অবশেষে ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত করল আদালত, বড় রায় দিল কোর্ট
Purba Medinipur: ২০২২ সালের এপ্রিল মাসে পশ্চিম মেদিনীপুর ডেবরা থানার এলাকার এক নাবালিকাকে বাড়িতে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। যে সময় ঘটনাটি ঘটেছিল সেই সময় নাবালিকা বাড়িতে একা ছিল। এরপর থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ গ্রেফতার করে তাকে।
মেদিনীপুর: ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। দু’বছরের মধ্যেই নাবালিকা ধর্ষণ কেসে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল মেদিনীপুর আদালত। শুধু তাই নয়, সাজা ঘোষণাও করা হল।
২০২২ সালের এপ্রিল মাসে পশ্চিম মেদিনীপুর ডেবরা থানার এলাকার এক নাবালিকাকে বাড়িতে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। যে সময় ঘটনাটি ঘটেছিল সেই সময় নাবালিকা বাড়িতে একা ছিল। এরপর থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ গ্রেফতার করে তাকে। তারপর থেকেই জেলেই ছিল অভিযুক্ত। শুক্রবার বিশেষ আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। আর শনিবার অভিযুক্তকে সাজা ঘোষণা করা হয়।
অভিযুক্ত ওই যুবককে আদালতে তোলা হলে বিচারক কুড়ি বছরের কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা নির্দেশ দেন।জরিমানা না দিলে অতিরিক্ত ছয় মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। একই সঙ্গে নির্যাতিতা ওই নাবালিকাকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে সরকারি আইনজীবী স্বর্ণেন্দু পারিয়াল বলেন, ” কেউ না থাকার সুযোগ নিয়ে ধর্ষণ করেছিল প্রতিবেশী অভিযুক্ত যুবক। সেই কেসে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। তারপর থেকেই জেলেই ছিল অভিযুক্ত। শুক্রবার বিশেষ আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। শনিবার অভিযুক্তকে সাজা ঘোষণা করা হয়।”