ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচের দিনেই সিক্সার হার্দিকের স্ত্রীর! ‘লজ্জা হয়…’
Natasa-Hardik: সূত্রের দাবি, দিব্যি ভাল আছেন নাতাশা ও হার্দিক। ডিভোর্সের গুঞ্জন ছড়ানো হয়েছিল তাঁদেরই পিআর টিম থেকে। আইপিএলে রোহিতকে সরিয়ে হার্দিকের মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হওয়া, খারাপ পারফরম্যান্স-- এ সবের থেকে মুখ ঘোরাতে, সহানুভূতি আদায় করতেই নাকি এই চাল চালেন দম্পতি।
নিউইয়র্কে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ। হার্দিক পান্ডিয়াও খেলছেন। এরকমই এক গুরুত্বপূর্ণ দিনে হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা যা করলেন তা দেখে নেটিজেনদের একটাই বক্তব্য, “এত নাটক! লজ্জা হয় আপনাদের দেখলে”। এ যাবৎ শোনা যাচ্ছিল হার্দিকের সঙ্গে নাকি বিচ্ছেদ হতে চলেছে নাতাশার। এও শোনা যাচ্ছিল অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছেন নাতাশা। শোনা যাচ্ছিল হার্দিককে বিচ্ছেদ দিলে নাকি তাঁর ৭০ শতাংশ সম্পত্তি পৌঁছে যাবে নাতাশার কাছে। এবার দেখা গেল বিচ্ছেদ টিচ্ছেদ আদপে গিমিক। দিব্যি সুখে আছেন নাতাশা। এ দিন সকালেই এক স্যালো থেকে বের হতে দেখা যায় নাতাশাকে। সঙ্গে ছিলেন হার্দিকের দাদা ক্রুণালের স্ত্রীও। দুই জা মিলে গিয়েছিলেন রূপচর্চা করতে। সেখান থেকে বেরিয়ে পাপারাৎজির উদ্দেশে হাত নাড়তেও দেখা যায় তাঁকে। এর পরেই নেটিজেনরা গিয়েছেন রেগে। তাঁদের বক্তব্য একটাই, “এই সবের খুব দরকার ছিল?”
ছেলে ও জা-এর সঙ্গে নাতাশা
সূত্রের দাবি, দিব্যি ভাল আছেন নাতাশা ও হার্দিক। ডিভোর্সের গুঞ্জন ছড়ানো হয়েছিল তাঁদেরই পিআর টিম থেকে। আইপিএলে রোহিতকে সরিয়ে হার্দিকের মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হওয়া, খারাপ পারফরম্যান্স– এ সবের থেকে মুখ ঘোরাতে, সহানুভূতি আদায় করতেই নাকি এই চাল চালেন দম্পতি। ইচ্ছে ছিল গোটা ব্যাপারটা নাতাশার দিকে ঘুরিয়ে দেওয়া। স্ত্রী রাজি হন, তাঁর মাস্টারস্ট্রোকেই আচমকাই ক্লিনচিট পেয়ে যান হার্দিক।
কিছু দিন আগে এক পুরুষের সঙ্গে কফি ডেটে দেখা যায় নাতাশাকে। অনেকেই ধরে নেন সেই ব্যক্তির সঙ্গেই বোধহয় সম্পর্ক চলছে তাঁর। তবে জানা যায়, সেই ব্যক্তি তাঁর প্রেমিক নন, ভাই। অ্যালেক্স নামক ওই ব্যক্তি আদপে দিশা পাটানির প্রেমিক।