ডিজাইনার পোশাকে গায়ে হলুদ সারলেন নীল-তৃণা

স্বরলিপি ভট্টাচার্য |

Feb 04, 2021 | 4:25 PM

বর এবং কনের গায়ে হলুদের অনুষ্ঠানে মূলত উপস্থিত ছিলেন আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুরা। সব নিয়ম মেনে বিয়ে করছেন নীল-তৃণা।

ডিজাইনার পোশাকে গায়ে হলুদ সারলেন নীল-তৃণা
গায়ে হলুদের অনুষ্ঠানে নীল এবং তৃণা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

Follow Us

ফুলের গয়নার সাজ। হাতে গাছকৌটো। শাঁখা, পলা। গায়ে হলুদেও ডিজাইনার সাজ তৃণা সাহার (Trina Saha)। অন্যদিকে নীলের (Neel Bhattacharya) পরনে হলুদ পাঞ্জাবি এবং কনট্রাস্ট জহর কোট। দীর্ঘ প্রেমের আজ পরিণতি।

বর এবং কনের গায়ে হলুদের অনুষ্ঠানে মূলত উপস্থিত ছিলেন আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুরা। সব নিয়ম মেনে বিয়ে করছেন নীল-তৃণা। সঙ্গীত, মেহেন্দির অনুষ্ঠানের পর আজ সন্ধেয় সাতপাকে বাঁধা পরবেন। নীল-তৃণার রিল লাইফের মতো রিয়েলটাও যেন ফিল্মি।

২০১১-এ এমবিএ পড়তে গিয়ে নীল-তৃণার আলাপ। তবে তখন শুধুই বন্ধুত্ব ছিল। ধীরে ধীরে প্রেম পরিণতি পায়। মাঝে এক বছরের জন্য দিল্লি চলে গিয়েছিলেন তৃণা। তখন নাকি তাঁদের তেমন যোগাযোগ ছিল না। কলকাতায় ফিরে ফের যোগাযোগ শুরু হয়। ২০১৬-এ নীলের জন্মদিনের দিন তৃণা জানান মনের কথা। কিছুদিন চুপ করে থাকার পর ২০১৭-এ তৃণার জন্মদিনে নীল প্রোপোজ করেন।

আজ পাত্র পাত্রীকে সাজানোর দায়িত্বে রয়েছেন ডিজাইনার অভিষের রায়। বেনারসিতেই সাজবেন তৃণা। সঙ্গে থাকবে ট্র্যাডিশনাল সোনার গয়না। নীলের পরনেও থাকবে ট্র্যাডিশনাল পোশাক। রিসেপশনের জন্যও ডিজাইনার পোশাক বেছে নিয়েছেন তাঁরা।

নীল এখন ‘কৃষ্ণকলি’ নিয়ে ব্যস্ত। তৃণার চলছে ‘খড়কুটো’র শুটিং। বিয়ের পরও একই রকম ভাবে কাজ করবেন এই জুটি। তবে তার মধ্যেও সময় করে পছন্দের হনিমুন ডেস্টিনেশ গ্রিসে যাওয়ার পরিকল্পনা করছেন তাঁরা।

আরও পড়ুন, একে অপরকে সিঁদুর পরিয়ে বিয়ে করলেন ওম-মিমি

Next Article