কলকাতায় এসে অমিতাভের সামনে অঝোরে কেঁদেছিলেন নিতু, ঋষিকে নিয়ে কী বলেছিলেন জানেন?

আকাশ মিশ্র |

Jan 25, 2025 | 7:19 PM

এখনও ভাবলে অবাক লাগে, কেন সেদিন ওভাবে কেঁদেছিলাম! সম্প্রতি এক সাক্ষাৎকারে অনর্গল এমনই কথা বলে চললেন নিতু সিং। স্মৃতির বাক্স থেকে তুলে আনলেন অজানা এক গল্প।

কলকাতায় এসে অমিতাভের সামনে অঝোরে কেঁদেছিলেন নিতু, ঋষিকে নিয়ে কী বলেছিলেন জানেন?

Follow Us

সময়টা সাতের দশকের শেষ। প্রায় ৪৪ বছর কেটে গেলেও, সেদিনের কথা আজও ভুলতে পারেননি নিতু। এখনও যখন সেদিনের কথা মনে পড়ে, নিশ্চুপে চোখের কোল দিয়ে বয়ে যায় জল। আর মন ভরে ওঠে চাপা কষ্টে। এখনও অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা হলে কথায়, কথায় সেদিনের কথা ওঠে। এখনও ভাবলে অবাক লাগে, কেন সেদিন ওভাবে কেঁদেছিলাম! সম্প্রতি এক সাক্ষাৎকারে অনর্গল এমনই কথা বলে চললেন নিতু সিং। স্মৃতির বাক্স থেকে তুলে আনলেন অজানা এক গল্প। কীভাবে এনগেজমেন্টের পর থেকেই স্বামী ঋষি কাপুরকে মিস করতেন তিনি।

নিতু এই সাক্ষাৎকারে জানালেন, তখন কলকাতায় ইয়ারানা ছবির শুটিং করছিলাম। সবে তখন শুটিং স্পটে এসে বসে রয়েছি, মেকআপ রুমে। আচমকাই ঋষিকে মিস করতে শুরু করি। কিন্তু কলকাতা থেকে কিছুতেই ঋষিকে ফোন করা যাচ্ছিল না। খুব কষ্ট হচ্ছিল। আমি বসে বসে কেঁদেই যাচ্ছিলাম। ঠিক সেই সময় অমিতজি আমার সামনে আসেন। আমি তাঁকে দেখে আরও জোরে কাঁদতে শুরু করি। শেষমেশ, অমিতজি আমার কাছে আসেন, জানতে চায় কী হয়েছে। আমার মুখে যেই শোনেন যে ঋষিকে মিস করছি, তখনই বলেন, চিন্তা করার প্রয়োজন নেই। খুব শীঘ্রই শুটিং শেষ হবে, আর তুমি ঋষির কাছে যেতে পারবে।

এই খবরটিও পড়ুন

১৯৮০ সালের জানুয়ারি মাসের ২২ তারিখ সাত পাকে বাঁধা পড়েন নিতু সিং ও ঋষি কাপুর। সেই বছরের সেপ্টেম্বর মাসেই জন্ম হয় তাঁদের কন্যা রিধিমার। আর তার ঠিক দুবছর পরেই জন্ম নেন রণবীর কাপুর। সংসার সামলানোর জন্য বিয়ের কয়েক বছরের মধ্যেই সিনেমার পর্দাকে বিদায় জানান নিতু। তবে ঋষি কাপুরের মৃত্যুর পর ফের নিয়মিত ছবি করছেন নিতু কাপুর।

Next Article