জামার উপর ব্রা! নেহা কক্করকে নিয়ে ঠাট্টা নেটপাড়ায়, হঠাৎ কী হল গায়িকার?
কয়েক মাস আগেই মেলবোর্নে অনুষ্ঠানে দেরিতে পৌঁছনোর কারণে মারাত্মক ট্রোলের মুখে পড়েন নেহা। এমনকী, অনুষ্ঠানের আয়োজকরা নেহাকে অনুষ্ঠানও করতে দেননি আয়োজকরা।আর এবার নেহা যেটা করলেন, তাতে হতবাক নেটদুনিয়া।

নেহা কক্কর এখন যেন বলিপাড়ার নতুন বিতর্ক কুইন। যেখানেই যাচ্ছেন, এমন কাণ্ড ঘটাচ্ছেন, যে নেহার পিছু পিছু চলে আসছে ট্রোল, কটাক্ষ। কয়েক মাস আগেই মেলবোর্নে অনুষ্ঠানে দেরিতে পৌঁছনোর কারণে মারাত্মক ট্রোলের মুখে পড়েন নেহা। এমনকী, অনুষ্ঠানের আয়োজকরা নেহাকে অনুষ্ঠানও করতে দেননি আয়োজকরা।আর এবার নেহা যেটা করলেন, তাতে হতবাক নেটদুনিয়া।
সোশাল মিডিয়ায় নেহার একটি ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, সাদা টিশার্টের উপর নীল রঙের ব্রা পরে হাজির হয়েছেন নেহা। সঙ্গে পড়েছেন ট্র্যাকর প্যান্ট। একহাতে মাইক্রোফোন আর অন্য হাতে লাবুবু পুতুল। নেহার এই সাজ দেখে থ সব্বাই। নিন্দুকরা বলছেন, নেহার হল কী? নেহার মাথা ঠিক আছে তো!
তবে এই পোশাক ভাইরাল হলেও, এই নিয়ে মন্তব্য করতে চাননি গায়িকা। বরং বিষয়টিকে এড়িয়েই গিয়েছেন। কিন্তু সোশাল মিডিয়া থামছে না, ঝড়ে বেগে শেয়ার হচ্ছে, নেহার এই আজব ব্রা সাজ!
নেহা কক্কর মাঝে মধ্যেই ভাইরাল হন, তাঁর আজব কাণ্ডকারখানার কারণে। কখনও রিয়ালিটি শোয়ের টিআরপি বাড়াতে বিনা কারণে কেঁদে ভাসান, তো কখনও নিজেই গুঞ্জন উড়িয়ে দেন বিবাহ বিচ্ছেদের। এমনকী, খোদ ক্যামেরার সামনে এসেই ভুয়ো মন্তব্য করে খবরের শিরোনাম থাকতে চান। তবে এবার ব্রা ট্রেন্ড তৈরি করতে গিয়ে বিপাকে পড়লেন নেহা।
View this post on Instagram
