সপরিবারে করোনা আক্রান্ত নীল নিতিন মুকেশ, ছাড় পেল না তাঁর দুই বছরের মেয়েও

Apr 17, 2021 | 10:29 PM

মেয়ের করোনা আক্রান্ত হওয়ার খবরে কার্যত বিধ্বস্ত তিনি। সংবাদমাধ্যমকে তিনি জানান, "নুরভি (নীলের মেয়ে) করোনা আক্রান্ত। একজন বাবা হিসেবে আমার কাছে এটা মেনে নেওয়া কতটা কঠিন বলুন তো! ওর প্রথম দুদিন জ্বর ছিল। সে জন্যই আমরা পরীক্ষা করাই। এখন একটু ভাল আছে।"

সপরিবারে করোনা আক্রান্ত নীল নিতিন মুকেশ, ছাড় পেল না তাঁর দুই বছরের মেয়েও
মেয়ের সঙ্গে নীল

Follow Us

 

করোনা আক্রান্ত হলেন অভিনেতা নীল নিতিন মুকেশ। শুধু নীলই নন অভিনেতার মা ছাড়া তাঁর গোটা পরিবার এখন করোনায় আক্রান্ত। ছাড় পায়নি তাঁর দুই বছরের মেয়ে নুরভিও।

মেয়ের করোনা আক্রান্ত হওয়ার খবরে কার্যত বিধ্বস্ত তিনি। সংবাদমাধ্যমকে তিনি জানান, “নুরভি (নীলের মেয়ে) করোনা আক্রান্ত। একজন বাবা হিসেবে আমার কাছে এটা মেনে নেওয়া কতটা কঠিন বলুন তো! ওর প্রথম দুদিন জ্বর ছিল। সে জন্যই আমরা পরীক্ষা করাই। এখন একটু ভাল আছে।” অভিনেতার বাবা নিতিন মুকেশ, ভাই নামান এবং স্ত্রী রুক্মিনীরও রিপোর্ট পজেটিভ এসেছে। নামানের কোনও উপসর্গ না থাকলেও বাবার যেহেতু ৭০ পার হয়ে গিয়েছে সে জন্য চিন্তায় রয়েছেন অভিনেতা। পাশাপাশি সবাইকে বাড়িতে থাকার আর্জিও জানিয়েছেন অভিনেতা।

 

আরও পড়ুন- করোনা আক্রান্ত রেজওয়ান, বাড়ি থেকেই করেছেন শুট

নীল ছাড়াও শনিবার নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন সোনু সুদ। প্রিয় অভিনেতাদের দ্রুত আরোগ্য কামনায় তাঁদের ভক্তরা। গোটা দেশেই করোনা পরিস্থিতি ভয়াবহ। লাগামছাড়া সংক্রমণে জেরবার প্রশাসন। মহারাষ্ট্র, দিল্লিতে জারি হয়েছে কার্ফু। তারই মাঝে কুম্ভে ‘শাহি স্নান’ চিন্তা বাড়িয়েছে গোটা দেশ জুড়ে। বলিউডেও আক্রান্ত হচ্ছেন একের পর এক তারকা। এই তালিকায় আমির খান, অক্ষয় কুমার থেকে ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাটও রয়েছেন।

Next Article