ফের শুরু নেটফ্লিক্সের ‘স্ট্রিম ফেস্ট’, কবে পর্যন্ত চলবে?
উইকেন্ডের অপেক্ষা না করে সপ্তাহের মাঝেই ফের ‘স্ট্রিম-ফেস্ট’ চালু করে দিয়েছে নেটফ্লিক্স
ফিরে এল নেটফ্লিক্সের ‘স্ট্রিম-ফেস্ট’। আজ বুধবার সকাল থেকে ফের শুরু হয়েছে বিনা পয়সায় বিঞ্জওয়াচিং। আজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে ‘স্ট্রিম-ফেস্ট’। চলবে শুক্রবার সকাল ৮টা ৫৯মিনিট পর্যন্ত। অতএব ডিসেম্বরের ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত আবারও বিনা পয়সায় নেটফ্লিক্স দেখে জমিয়ে উপভোগ করতে পারবেন দর্শকরা। সিঙ্গল স্ট্যান্ডার্ড ডেফিনিশন স্ট্রিম দেখতে পারবেন দর্শকরা। উইকেন্ডের অপেক্ষা না করে সপ্তাহের মাঝেই ফের ‘স্ট্রিম-ফেস্ট’ চালু করে দিয়েছে নেটফ্লিক্স (Netflix)।
এর আগে গত উইকেন্ডেই অর্থাৎ ৫ এবং ৬ ডিসেম্বরও নেটফ্লিক্সের ‘স্ট্রিম-ফেস্ট’ চলেছিল। ৬ তারিখ রবিবার রাত ১২টা পর্যন্ত বিনামূল্যে নেটফ্লিক্সের যাবতীয় সিনেমা, সিরিজ, ডকুমেন্টারি ও আরও অনেক কিছু দেখার সুযোগ পেয়েছিলেন দর্শকরা। যদিও ৪৮ ঘণ্টার ওই ‘ফ্রি ওয়াচিং’-এর ক্ষেত্রে বেশ কিছু শর্ত ছিল। ভিউয়ার বা দর্শকের সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছিল নেটফ্লিক্স ইন্ডিয়া কর্তৃপক্ষ। তবে তা নিয়ে চিন্তার কোনও কারণ তৈরি হয়নি। সমস্যাও হয়নি।
অ্যানড্রয়েড, আইফোন, স্মার্ট টিভি, গেমিং কনসোল, ক্রোমকাস্ট বা কোনও ব্রাউজারে এই ‘স্ট্রিম-ফেস্ট’ দেখা যাবে। দর্শকরা নিজেদের পছন্দের ছবি বা সিরিজ বেছে ‘মাই লিস্ট’ বানিয়ে নিতে পারবেন। পছন্দের ভাষাতে দেখতে পারবেন সবকিছু। আগের মতোই নাম, ইমেল, ফোন নম্বর আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে নিলেই নেটফ্লিক্সের এই ‘স্ট্রিম-ফেস্ট’-এ অংশ নিতে পারবেন দর্শকরা। গত উইকেন্ডেই যাঁরা নতুন অ্যাকাউন্ট খুলেছেন তাঁরা সেখান থেকেই দেখতে পাবেন। আর যাঁরা নেটফ্লিক্সের পুরনো ভিউয়ার তাঁদের তো আগে থেকেই সব সেট করা রয়েছে।
এর আগে সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর তাঁর শেষ ছবি ‘দিল বেচারা’ দেখার ক্ষেত্রে এমনই সুযোগ দিয়েছিল ডিজনি হটস্টার। সেক্ষেত্রে অবশ্য সব ছবি বিনামূল্যে দেখার অনুমতি দেয়নি হটস্টার (Hotstar)। কেবলমাত্র সুশান্তের মর্মান্তিক পরিণতিতে তাঁকে ট্রিবিউট দিতেই ‘দিল বেচারা’-র অনলাইন স্ট্রিমিং করার অনুমতি দেওয়া হয়েছিল।