AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাসপাতাল থেকে ছেলে নিয়ে বাড়ি ফিরলেন ক্যাট-ভিকি, কী নাম রাখছেন খুদের?

এই বিষয়ে কঠোর গোপনীয়তা রাখছেন ভিকি ও ক্য়াটরিনা। পাপারাজ্জিদের অনুরোধও করেছেন, শিশুটির ছবি না তুলতে। আর এরই মাঝ খানে, ভিকি ও ক্যাটরিনার অনুরাগীদের মধ্যে আলোচনা তুঙ্গে। ছেলের কী নাম রাখছেন ভিকি-ক্যাট?

হাসপাতাল থেকে ছেলে নিয়ে বাড়ি ফিরলেন ক্যাট-ভিকি, কী নাম রাখছেন খুদের?
| Edited By: | Updated on: Nov 11, 2025 | 4:43 PM
Share

গত ৭ নভেম্বর ছেলের মা-বাবা হয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল। ক্যাটরিনার কোলে ফুটফুটে সন্তান আসায় কৌশল পরিবারে খুশির হাওয়া। একে একে বলিউডের প্রায় সবাই শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা দম্পত্তিকে। করিনা কাপুর খান তো স্পষ্ট ক্যাটরিনাকে বলেছেন, ছেলের মায়ের ক্লাবে তোমাকে স্বাগত। আর মঙ্গলবার খুদেকে সঙ্গে নিয়ে কৌশল পরিবারে গৃহপ্রবেশ করলেন ক্যাটরিনা ও ভিকি।

ক্যাটরিনা মা হওয়ার পর থেকেই পাপারাজ্জিরা মুখিয়ে রয়েছেন, খুদের ছবি তোলার জন্য। তবে জানা গিয়েছে, এই বিষয়ে কঠোর গোপনীয়তা রাখছেন ভিকি ও ক্য়াটরিনা। পাপারাজ্জিদের অনুরোধও করেছেন, শিশুটির ছবি না তুলতে। আর এরই মাঝ খানে, ভিকি ও ক্যাটরিনার অনুরাগীদের মধ্যে আলোচনা তুঙ্গে। ছেলের কী নাম রাখছেন ভিকি-ক্যাট?

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ভিকি কৌশল ও ক্যাটরিনা দুজনেই শিবের ভক্ত। ভিকি তো নিয়মিত শিবের উপাসনা করেন। তাই ছেলের নাম নাকি তিনি রাখবেন, শিবের নামেই। তবে অন্যদিকে, পরিবারের আরেক সূত্রের খবর, ক্যাট ও ভিকির সঙ্গে নাম মিলিয়েই হয়তো ছেলের নাম দেবেন ক্যাট-ভিকি।

কাকপক্ষীও টের পাননি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রেম করছেন। তারপরই দুম করে বলিউডে পড়ল বোমা। কঠোর নিরাপত্তায়, গোপনীয়তা বজার রেখে সাত পাকে বাঁধা পড়লেন ক্যাট ও ভিকি। ২০২১ সালের ডিসেম্বর মাসে জমজমাট বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।