প্রিয়ঙ্কাকে কেন পছন্দ হয়েছিল? প্রকাশ্যে মুখ খুললেন নিক

স্বরলিপি ভট্টাচার্য |

Mar 10, 2021 | 2:24 PM

২০১৭-এ ‘মেট গালা’য় প্রথম প্রিয়ঙ্কা এবং নিকের দেখা হয়। তার কয়েক মাস পর থেকেই তাঁরা নাকি ডেট করতে শুরু করেন। যদিও প্রথম দিকে নিজেদের শুধুমাত্র বন্ধু বলে পরিচয় দিতেন এই জুটি।

প্রিয়ঙ্কাকে কেন পছন্দ হয়েছিল? প্রকাশ্যে মুখ খুললেন নিক
দম্পতি।

Follow Us

প্রেম, বিয়ে, সংসার…। প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং নিক জোনাসের (Nick Jonas) দাম্পত্য এখনও পর্যন্ত সরলরেখাতেই চলছে। এই জুটির লভ লাইফ সম্পর্কে দর্শকের কৌতূহল থাকেই। প্রিয়ঙ্কা অনেক সাক্ষাৎকারে নিকের সঙ্গে প্রেম পর্ব নিয়ে মুখ খুলেছেন বটে। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্য আলোচনায় এখনও ততটা স্বচ্ছন্দ নন নিক। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কার সঙ্গে আলাপের শুরুর দিন গুলো উঠে এসেছে নিকের কথায়।

প্রিয়ঙ্কাকে কেন পছন্দ করেছিলেন নিক? কোথায় আলাদা ছিলেন তিনি? এ প্রশ্নের উত্তরে নিক বলেন, “বিশেষ কারও সঙ্গে যোগাযোগ অনেকটা ম্যাজিকের মতো। আমরা সত্যিই খুব ভাগ্যবান। কারণ ডেট করতে শুরু করার আগে থেকেই আমরা একে অপরকে ভাল ভাবে চিনতাম। বন্ধুরাও ছিল। ফলে সম্পর্কটা স্বাভাবিক ভাবেই এগিয়েছে।”

আরও পড়ুন, নিজের ছবি পোস্ট করে লিখলেন, ‘কামিং সুন’, দেবের পোস্ট কি ইঙ্গিতপূর্ণ?

নিক আরও জানান, এমন একজন লাইফ পার্টনার পেয়েছেন তিনি যাঁর উপর ভরসা করতে পারেন। তিনি আশা করেন, প্রিয়ঙ্কারও ঠিক এমনই মনে হয়। প্রিয়ঙ্কার সঙ্গে সম্পর্কের আগে কখনও গায়িকা মিলি সাইরাস, কখনও সেলিনা গোমেজ, কখনও বা অভিনেত্রী কেট হিউডসনের সঙ্গে নিক ডেট করছেন বলে জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে। সে সব প্রসঙ্গে এখন আর মন্তব্য করতে চান না নিক।

২০১৭-এ ‘মেট গালা’য় প্রথম প্রিয়ঙ্কা এবং নিকের দেখা হয়। তার কয়েক মাস পর থেকেই তাঁরা নাকি ডেট করতে শুরু করেন। যদিও প্রথম দিকে নিজেদের শুধুমাত্র বন্ধু বলে পরিচয় দিতেন এই জুটি। পরে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একত্র উপস্থিতি ধীরে ধীরে সম্পর্কে সিলমোহর দেয়। ২০১৮-র ডিসেম্বরে বিয়ে করেন তাঁরা।

আরও পড়ুন, ‘ভারী চেহারা নিয়ে সমালোচনা হত’, বডি শেমিং নিয়ে মুখ খুললেন বিদ্যা

Next Article