জুম নয়, সশরীরে হাজির থাকতে হবে অস্কারের মঞ্চে, সমালোচনার ঝড় বিভিন্ন মহলে

আর মাত্র একমাস। আগামী ২৫ এপ্রিল লস অ্যাঞ্জালসের ডলনি থিয়েটারে অনুষ্ঠিত হতে চলেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। আর তাতেই চরম অস্বস্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থাকা একাধিক অস্কার মনোনীত ব্যক্তির। বিশ্ব জুড়ে যেখানে আবারও করোনার বাড়বাড়ন্ত সেখানে এই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত প্রশ্ন তুলেছেন তাঁরা।

জুম নয়, সশরীরে হাজির থাকতে হবে অস্কারের মঞ্চে, সমালোচনার ঝড় বিভিন্ন মহলে
Follow Us:
| Updated on: Mar 25, 2021 | 11:47 PM

ভার্চুয়াল উপস্থিতির ব্যবস্থা নেই। সবকিছুই হাতেগরমে। অস্কারের মঞ্চে অসন্তোষের ছায়া।

আর মাত্র একমাস। আগামী ২৫ এপ্রিল লস অ্যাঞ্জালসের ডলনি থিয়েটারে অনুষ্ঠিত হতে চলেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। আর তাতেই চরম অস্বস্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থাকা একাধিক অস্কার মনোনীত ব্যক্তির। বিশ্ব জুড়ে যেখানে আবারও করোনার বাড়বাড়ন্ত সেখানে এই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত প্রশ্ন তুলেছেন তাঁরা।

হলিউডের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি অ্যাকাডেমি কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন বেশ কিছু প্রযোজনা সংস্থা এবং স্টুুডিয়ো কর্তৃপক্ষ। তাঁদের প্রশ্ন, করোনা আক্রান্ত বেড়ে যাওয়ায় বেশ কিছু দেশে আবারও কড়া হয়েছে করোনা সংক্রান্ত বিধিনিষেধ, চলছে লকডাউনও। অন্যদেশে গিয়ে থাকতে হচ্ছে কোয়রান্টিনেও। সেক্ষেত্রে সেই সব দেশের অস্কার মনোনয়নকারীরা কী করবেন?

View this post on Instagram

A post shared by The Academy (@theacademy)

প্রসঙ্গত, মহিলা পরিচালক এমারেল্ড ফেনেল এবং স্টার ক্যারে মুলিগান দু’জনেই ব্রিটেনে থাকেন আগামী সপ্তাহ থেকেই মে’র মাঝামাঝি অবধি অত্যন্ত প্রয়োজন ছাড়া বিদেশে ভ্রমণের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করছে বরিস প্রশাসন।

ইতিমধ্যেই অ্যাকাদেমি কর্তৃপক্ষ এবং প্রযোজনা সংস্থার মধ্যে একটি বৈঠকও বাতিল হয়ে গিয়েছে। এ বছরেই অনুষ্ঠিত হওয়া আরও দুই আন্তর্জাতিক অ্যাওয়ার্ড শো গোল্ডেন গ্লোবস এবং গ্র্যামির মতো কি শেষমুহূর্তে মত বদলাবে অস্কার কর্তৃপক্ষ? এখন সেটাই দেখার।