‘মুখের উপর দরজা বন্ধ হয়ে যাচ্ছিল’, কেরিয়ার শুরুর দিন নিয়ে অকপট নোরা ফতেহি

শুভঙ্কর চক্রবর্তী |

Feb 24, 2021 | 4:51 PM

তিনি হিন্দি জানেন না জেনেও এক দল পরিচালক শুধুমাত্র মোজা নেওয়ার জন্য তাঁকে দিয়ে অডিশনে হিন্দি বলাতেন, তাঁকে নিয়ে হাসাহাসি করতেন।

মুখের উপর দরজা বন্ধ হয়ে যাচ্ছিল, কেরিয়ার শুরুর দিন নিয়ে অকপট নোরা ফতেহি
নোরা ফতেহি

Follow Us

নোরা ফতেহি, বলিউডের সেনসেশন। যার ‘গর্মি’তে বোল্ড টিনশেলটাউন। তবে কেরিয়ারের শুরুটা কিন্তু মোটেও এমন ছিল না নোরার। ভারতীয় না হয়েও কীভাবে বলিউডে আধিপত্য বিস্তার করলেবন নোরা তা নিয়েই মুখ খুললেন তিনি, মুখ খুললেন তাঁর স্ট্রাগল পিরিয়ড নিয়েও।

 

আরও পড়ুন প্রিয় পরিচালক বনসালীর জন্মদিনে কী লিখলেন মাধুরী দীক্ষিত?

তাঁর সাক্ষাৎকার থেকেই জানা যাচ্ছে, তিনি যে নৃত্যশিল্পী হতে চান তা মোটেও পছন্দ ছিল না তাঁর পরিবারের মানুষদের। তাঁর কথায়, “আমি জানতাম না আমি কে। জানতাম না আমি কী। শুধু জানতাম একটা জিনিসই, তা হল আমি নাচতে ভালবাসি।” ক্যানাডায় বেড়ে উঠেছিলেন নোরা। মাঝপথে বিশ্ববিদ্যালয় ছেড়ে নোরা ঠিক করেন মানুষকে বিনোদন দেওয়াই পেশা হিসেবে বেছে নেবেন তিনি। সেই মতোই ভারতে আসেন তিনি। কিন্তু ভারতের সম্পর্কে যেমন ধারণা নিয়ে তিনি এসেছিলেন অভিজ্ঞতা তেমন মোটেও ছিল না, জানান নোরা। তাঁর কথায়, “বুলিং, একের পর এক প্রত্যাখ্যান, খুব খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল।”

 

নোরা আরও জানান, তিনি হিন্দি জানেন না জেনেও এক দল পরিচালক শুধুমাত্র মোজা নেওয়ার জন্য তাঁকে দিয়ে অডিশনে হিন্দি বলাতেন, তাঁকে নিয়ে হাসাহাসি করতেন। যদিও সে সব এখন অতীত। নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি নিজের চেষ্টাতেই। তাঁর হাতে ছবিও রয়েছে বেশ কয়েকটি। অনুরাগীদের ভালবাসাও পেয়েছেন দু’হাত ভরে।

Next Article