আর কিছুক্ষণের অপেক্ষা! আজ জয়ললিতার জন্মদিনে বড় খবর দিতে চলেছে টিম ‘থালাইভি’

রণজিৎ দে |

Feb 24, 2021 | 4:51 PM

জয়ললিতার বায়োপিক নিয়ে তৈরি হয়েছে ‘থালাইভি’। মুখ্য চরিত্রে কঙ্গনা রানাওয়াত। আজ সন্ধ্যেবেলায় জয়ললিতার ৭৩তম জন্মদিনে টিম ‘থালাইভি’ একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছে। স্বাভাবিকভাবেই ফ্যানদের মধ্যে কৌতুহল তুঙ্গে।

আর কিছুক্ষণের অপেক্ষা! আজ জয়ললিতার জন্মদিনে বড় খবর দিতে চলেছে টিম ‘থালাইভি’
'থালাইভি'তে কঙ্গনা

Follow Us

আজ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ৭৩তম জন্মদিন। কঙ্গনা রানাওয়াতের দৌলতে জয়ললিতা ফের এখন খবরে। জয়ললিতার বায়োপিক নিয়ে বলিউডে তৈরি হচ্ছে ‘থালাইভি’। মুখ্য চরিত্রে কঙ্গনা রানাওয়াত।

‘থালাইভি’ নিয়ে যথেষ্ট উত্তেজিত কঙ্গনা। তিনি টুইটারে সমস্ত ফ্যানদের জানিয়েছেন আজ সন্ধ্যেবেলায় জয়ললিতার ৭৩তম জন্মদিনে টিম ‘থালাইভি’ একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছে। এই টুইটের পরেই স্বাভাবিকভাবেই ফ্যানদের মধ্যে কৌতুহল তুঙ্গে। কী এমন বড়সড় ঘোষণা? ছবির ট্রেলার লঞ্চের দিনখন জানাবে কি টিম ‘থালাইভি’? নাকি ছবির রিলিজ ডেট? তা জানতে অবশ্য আমাদের এখনও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে।

জয়ললিতার বায়োপিক নিয়ে তৈরি হয়েছে ‘থালাইভি’। অভিনেত্রী থেকে কীভাবে উনি একজন রাজনীতিবিদ হয়ে উঠলেন তা নিয়েই বোনা হয়েছে ছবির গল্প। পরিচালনায় এ এল বিজয়।জয়ললিতার চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজেকে নিংড়ে দিয়েছেন কঙ্গনা। প্রায় ২০ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা লিখেছেন “ এই প্রথম আমি কোনও সুপারহিউম্যান মহিলার চরিত্রে অভিনয় করলাম। শুধু অভিনয় নয়, আমার শরীরটাকেও অনেকটা ভাঙতে হয়েছে। ২০ কেজি ওজন বাড়াতে হয়েছে। আমার ব্যাক সাইড ক্ষতিগ্রস্থও হয়েছে। কিন্তু আমি পারফেকশনের জন্য সবকিছু করতে পারি।”

 

আরও পড়ুন :প্রিয় পরিচালক বনসালীর জন্মদিনে কী লিখলেন মাধুরী দীক্ষিত?

কঙ্গনা সম্প্রতি টুইটারে নিজেকে হলিউড সুপারস্টার মেরিল স্ট্রিপ এবং গ্যাল গদতের সঙ্গে তুলনা করেছেন। কঙ্গনার হাতে এই মুহূর্তে পর পর ছবি। অ্যাকশন ছবি ‘ধকড়’-এর শুটিং করছেন তিনি। একজন এজেন্টের ভূমিকায় তাঁকে দেখা যাবে।

Next Article