বিগত বেশ কিছু দিন ধরেই বি-টাউনে জোর আলোচনা। বিয়ে নাকি ভাঙছে ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের। এও শোনা যাচ্ছে এই সম্পর্ক ভাঙার পিছনে নাকি রয়েছে শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের হাত। আদপে তাঁদের সম্পর্ক ভাঙছে কিনা সেই নিয়ে চুপ ঐশ্বর্যা-অভিষেক, তবে বচ্চন পরিবারের অন্দরে যে ফাটল ধরেছে, সে খবরেই এবার মাতোয়ারা বলিউড। শোনা যাচ্ছে, সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে জয়া-অমিতাভের একমাত্র নাতনি নভ্যা নভেলি নন্দার। কার সঙ্গে প্রেম করতে তিনি? বিস্তারিত কী জানা যাচ্ছে?
‘গাল্লি বয়’ খ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে সম্পর্কে ছিলেন নভ্যা। যদিও সম্পর্কের কথা কোনওদিনই নিজ মুখে স্বীকার করেননি তাঁরা। তবে এ খবর কারও অজানা ছিল না। বচ্চনদের বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে ঢুঁ দিলেই খোঁজ মিলত সিদ্ধান্তের। তবে বলিউডের বেশ কিছু সূত্র জানাচ্ছে, সেই সম্পর্কে নাকি ফাটল ধরেছে। যদিও প্রেম ভাঙলেও হালফিলের ট্রেন্ড মেনে আপাতত বন্ধুত্ব নষ্ট করতে নারাজ তাঁরা।
দাদু-ঠাকুমা অথবা মামা-মামির মতো অভিনয় জগতে পা দেননি নভ্যা। এক অলাভজনক সংস্থার সঙ্গে যুক্ত তিনি। এর পাশাপাশি ‘হোয়াট দ্য হেল’ নভ্যা বলে এক পডকাস্ট চ্যানেল রয়েছে তাঁর। মাঝেমধ্যে মা ও দিদাকে নিয়ে সেই চ্যানেলে নানা আলোচনায় মেতে উঠতে দেখা যায় তাঁকে। ওদিকে সিদ্ধান্ত একেবারেই স্টারকিড নন। নিজের যোগ্যতায় বলিউডে নাম অর্জন করতে শুরু করেছেন তিনি। ‘গাল্লি বয়’-এর এমসি শের ছাড়াও তাঁকে দেখা গিয়েছে ‘গেহরাইয়া’, ‘ভুলভুলাইয়া ২’, ‘খো গয়ে হাম কাহাঁর’ মতো ছবিতে দেখা গিয়েছে।