ঝামেলা কার না হয়! তবে সেই ঝামেলা যে এত বিশ্রী আকার নিতে পারে সে ধারণা কেউই করতে পারেননি। ভিডিয়ো ভাইরাল হতেই সকলেই অবাক। একবাক্য তাঁদের প্রশ্ন, “এরকম কেউ করে নাকি?” ঘটনার সূত্রপাত ইন্ডাস্ট্রির দুই পরিচিত মুখকে ঘিরে। তাঁরা হলেন বলিউড অভিনেতা বিক্রান্ত মাসে ও ‘রোডিজ’ নামক রিয়ালিটি শোর প্রাক্তন বিচারক রঘুকে ঘিরে। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, আচমকাই রঘু ও বিক্রান্তের মধ্যে ঝামেলা শুরু হয়। বিক্রান্তের দিকে রেগে এগিয়ে গিয়ে রঘু প্রশ্ন করে বসেন, “নিজেকে কী ভাবিসটা কী তুই?” চুপ করে থাকেন না বিক্রান্ত। পাল্টা জবাব দেন বিক্রান্তও। এক পর্যায়ে রঘু এতটাই রেগে যান যে হাতে যে খাবারটি তাঁর ধরা ছিল তা মাটিতে ফেলেই সেট ছেড়ে বেরিয়ে যান।
সেই ভিডিয়ো এখন ভাইরাল হয়েছে। আর তাতেই অবশ্য নানা মুনির নানা মত। অনেকেরই দাবি, যা ঘটেছে তা আদপে কোনওপ্রকার পাব্লিসিটি স্টান্ট। কিছু প্রচারের কারণেই এ ধরনের কৌশল অবলম্বন করেছেন। যদি তাই হয়ে থাকে তবে এ যেন প্রচার যে মোটেও পছন্দ নয় সে কথা সাফ জানিয়েও দিয়েছেন তাঁরা। একই সঙ্গে খাবারের এ হেন অপচয়ও পছন্দ হয়নি নেটিজেনদের একটা বড় অংশের। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনও বিবৃতি দেননি রঘু ও বিক্রান্ত। ঠিক কী কারণে এই ঝগড়া, এখন শুধু সেটাই দেখার।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো