পরমব্রত নয়! কোন নায়ক প্রস্তাব পেয়েছিলেন ‘হেমলক সোসাইটি’ ছবির?
পরমব্রত TV9 বাংলায় এসে বলেন, 'আমার অভিনীত প্রথম পাঁচ-ছ'টা সেরা চরিত্রের মধ্যে অবশ্যই আনন্দ কর থাকবে। এই ছবির জন্য অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি। যদিও এই ছবির জন্য প্রথম পছন্দ আমি ছিলাম না।' তখনই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের থেকে জানতে চাওয়া হয়, তা হলে কোন নায়কের কাছে হেমলক সোসাইটি করার জন্য প্রস্তাব গিয়েছিল?

হেমলক সোসাইটি ছবির প্রধান চরিত্র আনন্দ কর। সেই চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল। অনেক দর্শক মনে করেন, পরমব্রত ছাড়া এই ছবি হতো না। তবে একটা চমকপ্রদ সত্যি এবার সামনে আনলেন পরিচালক-নায়ক দু’জনেই। পরমব্রত TV9 বাংলায় এসে বলেন, ‘আমার অভিনীত প্রথম পাঁচ-ছ’টা সেরা চরিত্রের মধ্যে অবশ্যই আনন্দ কর থাকবে। এই ছবির জন্য অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি। যদিও এই ছবির জন্য প্রথম পছন্দ আমি ছিলাম না।’ তখনই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের থেকে জানতে চাওয়া হয়, তা হলে কোন নায়কের কাছে ‘হেমলক সোসাইটি’ করার জন্য প্রস্তাব গিয়েছিল?
উত্তরে সৃজিত সরাসরি কোনও নাম নেননি। তবে তিনি মজা করে যে ডিকশনে এই প্রশ্নের উত্তর দেন, তাতে স্পষ্ট হয়ে যায়, প্রসেনজিত্ চট্টোপাধ্যায়কে তিনি ‘হেমলক সোসাইটি’ করতে বলেছিলেন। লক্ষণীয় সৃজিত পরিচালিত প্রথম ছবি ‘অটোগ্রাফ’-এর নায়ক প্রসেনজিত্। দ্বিতীয় ছবি ‘বাইশে শ্রাবণ’-এ ছিলেন বাংলার সুপারস্টার। প্রসেনজিত্ আনন্দ করের চরিত্রটি করলে সৃজিতের প্রথম তিনটে ছবির নায়ক হতেন সুপারস্টার। তবে এমনটা ঘটেনি।
এই প্রসঙ্গ যখন ওঠে তখন পরমব্রত বলেন, ‘বারবার এমনটাই হয়’। সেই শুনে সৃজিত বেশ মজা পান। আসলে শুধু ‘হেমলক সোসাইটি’ নয়, বরং পরেও বেশ কিছু ছবিতে প্রথমে অন্য নায়কের কোনও চরিত্র করার কথা থাকলেও, পরে তা করেছেন পরমব্রত। সেসব চরিত্র এতটাই ভালো ফুটিয়ে তুলেছেন নায়ক যে এখন দর্শকরা মনে করেন, পরমব্রত ছাড়া ওই চরিত্রে অন্য কেউ মানানসই হতেন না। সামনেই মুক্তি পাবে ‘হেমলক সোসাইটি’ ছবির সিক্যোয়েল ‘কিলবিল সোসাইটি’। সেখানে মৃত্যুঞ্জয় কর চরিত্রে দেখা যাবে পরমব্রতকে।





