যশের জন্মদিনে নুসরতের আদুরে পোস্ট, প্রকাশ্যে তাঁদের ব্যক্তিগত ছবি

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Oct 10, 2024 | 3:38 PM

Yash-Nusrat: 'তুমি জন্মেছ বলেই', মহাসপ্তমীর দিন সকাল সকাল আদুরে পোস্ট অভিনেত্রী নুসরত জাহানের। ১০ সেপ্টেম্বর অভিনেতা যশ দাশগুপ্তর জন্মদিন। এ দিনে বিশেষ কিছু যে প্ল্যান করবেন নায়িকা সেটাই স্বাভাবিক। পুজোর দিনে প্রকাশ্যে এল নুসরত এবং যশের না দেখা ছবি। একগুচ্ছ ছবি রিল ভিডিয়ো করে পোস্ট করলেন অভিনেত্রী। সেই সঙ্গে পোস্ট করলেন নিজের মনের ভালবাসার কথা।

যশের জন্মদিনে নুসরতের আদুরে পোস্ট, প্রকাশ্যে তাঁদের ব্যক্তিগত ছবি
নুসরত জাহান।

Follow Us

‘তুমি জন্মেছ বলেই’, মহাসপ্তমীর দিন সকাল সকাল আদুরে পোস্ট অভিনেত্রী নুসরত জাহানের। ১০ সেপ্টেম্বর অভিনেতা যশ দাশগুপ্তর জন্মদিন। এ দিনে বিশেষ কিছু যে প্ল্যান করবেন নায়িকা সেটাই স্বাভাবিক। পুজোর দিনে প্রকাশ্যে এল নুসরত এবং যশের না দেখা ছবি। একগুচ্ছ ছবি রিল ভিডিয়ো করে পোস্ট করলেন অভিনেত্রী। সেই সঙ্গে পোস্ট করলেন নিজের মনের ভালবাসার কথা। একটি লম্বা পোস্ট করেছেন নায়িকা। নুসরত লেখেন, “জীবনযুদ্ধ হোক কিংবা ওজন ঝরানোর জন্য যুদ্ধ সব সময় আমরা একসঙ্গে রয়েছি। পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ। যত তোমার বয়স বাড়ছে তত আকর্ষণীয় হয়ে উঠছ তুমি।অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। শুভ জন্মদিন হানি।” যশ-নুসরতের সম্পর্ক নিয়েও কম আলোচনা হয়নি। সেই চর্চা অবশ্য এখনও হয়ে চলেছে। কিছু দিন আগে তারকা জুটির ছেলের জন্মদিনেও নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল তাঁদের।

সম্প্রতি প্রকাশ্যে এসেছিল যশ এবং নুসরতের ছেলের এলাহি জন্মদিনের পার্টির ভিডিয়ো। এই জন্মদিনের অনুষ্ঠানে নিজের কচিকাচাদের সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছিলেন ইন্ডাস্ট্রির অন্দরের অনেকেই। যশ-নুসরতরা আয়োজন করেছিলেন বিশেষ জন্মদিনের অনুষ্ঠানের। সেখানে বাবার সঙ্গে আদুরে মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছিল ঈশান। এই ছবি ভিডিয়ো দেখেই রে রে কাণ্ড সমাজমাধ্যমের পাতায়। নেপথ্যে রয়েছে অন্য কারণ। আসলে যশের আগের পক্ষেরও একটি ছেলে রয়েছে।

 

শোনা যায়, দুই ভাই মাঝে মাঝে একসঙ্গেই থাকেন। তবে এমনিতে যশের বাবার কাছেই থাকে নায়কের প্রথম পক্ষের সন্তান। সেখানেই নাকি সে পড়াশোনা করে। তার কোনও ছবিও এখনও পর্যন্ত সে ভাবে প্রকাশ্যে দেখেননি দর্শক। ছোট ছেলের এত এলাহি জন্মদিনের আয়োজন দেখে ক্ষুব্ধ অনুরাগীদের একাংশ। অনেকেরই দাবি, কোথায় বড় ছেলেকে নিয়ে তো কোনও কথা বলতে শোনা যায় না। এক জন মন্তব্য করেছেন,”প্রথম পক্ষের ছেলের জন্মদিন এই ভাবে পালন করেছেন কখনও। ” আবার কেউ লিখেছেন,”বড় ছেলে কোথায়?

 

Next Article