সলমনের বিগবসে বাংলার নুসরত? অবশেষে সবটা জানালেন নিজেই

Aug 08, 2024 | 10:26 PM

আসছে হিন্দি বিগবসের নতুন সিজন। না অনীল কাপুর নন, এই সিজনে সঞ্চালক হিসেবে দেখা মিলবে সলমন খানেরই। নতুন এই সিজনে কি প্রতিযোগী হিসেবে দেখা মিলবে নুসরত জাহানের? অবশেষে সামনে এল সত্যি। হাজারও জল্পনার মাঝে নুসরত মুখ খুললেই নিজেই।

সলমনের বিগবসে বাংলার নুসরত? অবশেষে সবটা জানালেন নিজেই
নুসরত জাহান

Follow Us

আসছে হিন্দি বিগবসের নতুন সিজন। না অনীল কাপুর নন, এই সিজনে সঞ্চালক হিসেবে দেখা মিলবে সলমন খানেরই। নতুন এই সিজনে কি প্রতিযোগী হিসেবে দেখা মিলবে নুসরত জাহানের? অবশেষে সামনে এল সত্যি। হাজারও জল্পনার মাঝে নুসরত মুখ খুললেই নিজেই। বিগত বেশ কিছু দিনের যাবতীয় গুঞ্জনকে কার্যত নস্যাৎ করে নুসরত লেখেন, “সবাইকে জানাতে চাই আমি বিগবস ১৮-তে যাচ্ছি না। মিথ্যে রটেছে। আমাকে ভালবাসার জন্য সবাইকে ধন্যবাদ।”

গত বছরই বিগবসে যাওয়ার অফার পেয়েছিলেন নুসরত। অফার গিয়েছিল যশ দাশগুপ্তের কাছেও। যদিও কেউই সেই অফার নেননি। এবারেও যে তিনি যাচ্ছেন না তা স্পষ্ট করেছেন নুসরত নিজেই। নুসরত না গেলেও এবারে বিগবসে থাকতে পারেন বেশ কিছু পরিচিত মুখ। এঁদের মধ্যে রয়েছেন, অর্জুন বিজলানি, মিস্টার ফাইজু, অভিষেক মালহান, শোয়েব ইব্দ্রাহিম, কাশিস কাপুরসহ চেনা মুখ।

কিছু দিন আগেই শেষ হয়েছে ওটিটি বিগবসে তৃতীয় সিজন। ওই সিজনে অবশ্য সঞ্চালক হিসেবে দেখা যায়নি সলমন খানকে। তাঁর জায়গায় দেখা গিয়েছিল অনীল কাপুরকে। তবে টেলিভিশন বিগবসে থাকছেন সলমন খানই। অক্টোবরের গোড়ার দিকে শুরু হতে পারে নতুন সিজন।

Next Article