খোলা চুল। পোশাকের অভ্যন্তরে উঁকি দিচ্ছে ট্যাটু। বাহারি শ্রাগ। মানানসই মেকআপে বছর শেষে এ যেন এক অন্য নুসরত (Nusrat Jahan)।
সোশ্যাল মিডিয়ায় নিজের লেটেস্ট ফটোশুটের ছবি শেয়ার করেছেন নুসরত। ক্যাপশনে লিখেছেন, ‘সব নিয়ম মানলে সব মজা মিস করবেন।’
আরও পড়ুন, তৃতীয় লিঙ্গের মানুষদের ‘ফিরকি’তে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে: আর্যা
অভিনেত্রী তথা সাংসদের এ হেন ফটোশুট রীতিমতো ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় কেউ প্রশংসা করেছেন। কেউ বা এই ছবি দেখে কটূক্তি করেছেন। কিন্তু সে সবে পাত্তা দিতে নারাজ তিনি। এর আগেও কখনও সাংসদ হওয়া সত্ত্বেও কেন টিকটিক ভিডিও করেছেন, তা নিয়ে ট্রোল করা হয়েছে তাঁকে। কখনও বা বিজয়া দশমীর দিন নুসরতের সিঁদুর খেলা নিয়ে কোনও কোনও মহল থেকে আপত্তি এসেছে।
বরাবরই নিজের শর্তে জীবন বাঁচেন নুসরত। সব ধর্মের প্রতি তাঁর সম্মান রয়েছে। সে কারণেই বিয়েতে সিঁদুর, মঙ্গলসূত্রে সেজেছিলেন। আজমের শরিফেও তিনি যান। আবার দুর্গাপুজোর অষ্টমীতে ঢাক বাজানো বা দশমীতে সিঁদুর খেলাতেও সমান ভাবে এগিয়ে আসেন। অভিনেত্রী হিসেবে তাঁর নির্দিষ্ট কিছু কাজ করেছে। আবার সাংসদ হিসেবেও বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ান সব সময়। তাই দর্শকের মনোরঞ্জনের জন্য টিকটক ভিডিও তৈরিতে আপত্তির কিছু দেখেন না বলে প্রকাশ্যেই জানিয়েছিলেন নুসরত। তাঁর নতুন ফটোশুটের ক্যাপশনও বেশ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন নেট নাগরিকরা। তিনি কোন নিয়ম ভাঙার কথা বলছেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।