ইচ্ছে ছিল এ বারের জন্মদিনটা মায়ের সঙ্গে কলকাতাতেই সেলিব্রেট করবেন। কিন্তু সে গুড়ে বালি ঐন্দ্রিলা সেনের। বয়ফ্রেন্ড অঙ্কুশ হাজরার সঙ্গে মালদ্বীপ ভ্রমণের শেষটা সুখের হয়নি। কোভিড রিপোর্ট জানান দিয়েছে তিনি পজেটিভ। কিন্তু তাই বলে কি বিদেশের মাটিতে ঐন্দ্রিলাকে ‘আইসোলেট’ করে রাখবেন অঙ্কুশ? তাঁর ইনস্টাগ্রামের শেয়ার করা ভিডিয়ো বলছে, “মোটেই না।” বরং ৯০’র সুপারহিট ছবি ‘সজন’এর আইকনিক গানই এখন তাঁদের নিত্যদিনের সঙ্গী।
ঐন্দ্রিলার সঙ্গে এক বিছানায় শুয়েই তাই অঙ্কুশ লিপ মেলালেন এসপি বালশুভ্রমন্যমের গান ‘তুমসে মিলনে কি তামান্না হ্যায়’-এর সঙ্গে। সঙ্গ দিলেন ঐন্দ্রিলাও। মুখে ফ্রেঞ্চ ফ্রাই আর সঙ্গে এক্সপ্রেশন, ‘কাপল গোল’ বোধহয় একেই বলে! ঐন্দ্রিলার করোনা রিপোর্ট পজেটিভ হলেও অঙ্কুশ যে নেগেটিভ সে কথা টিভিনাইন বাংলাকে আগেই জানিয়েছিলেন ঐন্দ্রিলা। করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরেও ‘পজেটিভ’ ঐন্দ্রিলার সঙ্গে অঙ্কুশের ‘দূরত্বহীন’ ভিডিয়ো দেখে এক নেটিজেনের প্রশ্ন, “অঙ্কুশের কি করোনার ভয় নেই?”
হতে পারে ভিডিয়োটি ট্রিপের শুরুতেই তোলা, শেয়ার করেছেন এখন। আবার হতেও পারে এই দুঃসময়ে প্রেমিকাকে কাছছাড়া করতে চাইছেন না অঙ্কুশ। প্রেমের কাছে হয়তো আর মেনেছে করোনা ভয়ও। ঐন্দ্রিলার যে রিপোর্ট পজেটিভ আসবে তা ভাবতে পারেননি অভিনেত্রী নিজেও। বলছিলেন, “আমার কোভিডের কোনও উপসর্গ নেই, আমি ঠিক আছি। শুধু রিপোর্ট পজিটিভ এসেছে। তা-ই অবাক হচ্ছি।”
কিন্তু উপায় নেই। মানতে হবে প্রোটোকল। তাই আপাতত মালদ্বীপের রিসোর্টেই নিভৃত যাপন করছেন টি-টাউনের ওই জনপ্রিয় যুগল।