দেবলীনা কুমারের মধ্যে হঠাৎ ফুটে উঠল রাধাভাব, নতুন প্রেম এল কি?

রণজিৎ দে |

Apr 02, 2021 | 5:13 PM

ভবানীপুরের চট্টোপাধ্যায়ের বাড়ির বউমা দেবলীনা। উত্তমকুমারের নাতবৌ। নতুন করে প্রেম এল কি তাঁর জীবনে?

দেবলীনা কুমারের মধ্যে হঠাৎ ফুটে উঠল রাধাভাব, নতুন প্রেম এল কি?
দেবলীনা কুমার

Follow Us

সদ্যই বিয়ে করেছেন দেবলীনা কুমার। পাত্র অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। প্রেম এবং বিয়ে, এ সব সম্পর্কের মধ্যেও তাঁদের বন্ধুত্বকে অনেক এগিয়ে রাখেন গৌরব-দেবলীনা। সেটাই ভাল থাকার পাসওয়ার্ড। কিন্তু নতুন করে কি প্রেমে পড়লেন অভিনেত্রী? এমন সম্ভাবনা সোশ্যাল মিডিয়ায় নিজেই উসকে দিলেন দেবলীনা?

দেবলীনার মধ্যে হঠাৎ করে রাধাভাব ফুটে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় নিজের একটা ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “কখন তোমার আসবে হোয়্যাটস আপ?” যে ছবি তিনি পোস্ট করেছেন সেই ছবিতে তিনি যেন স্বয়ং রাধিকা। কানে ঝুমকো, পরনে শাড়ি, এলো চুল, চাউনিতে প্রতীক্ষা–সব মিলিয়ে রাধাভাব ফুটে উঠেছে তাঁর মধ্যে। সঙ্গে উস্কানিমূলক ক্যাপশানের দ্যোতনা। স্বাভাবিকভাবে নেটিজেনদের মধ্যে কৌতূহল বাসা বেঁধেছে। কার হোয়্যাটস আপের জন্য অপেক্ষা করছেন দেবলীনা? তিনি যে ভবানীপুরের চট্টোপাধ্যায়ের বাড়ির বউমা। দেবলীনা। উত্তমকুমারের নাতবৌ। নতুন করে প্রেম এল কি? নাকি এই মন কেমন তাঁর বরেরই জন্যে? চোখে হারাচ্ছেন কি বিয়ে-করা বরকে?

দেবলীনা অবশ্য ওইটুকু লিখেই থেমে যাননি। ঢেলে দিয়েছেন তাঁর রসিকতা। তিনি লিখেছেন, “ আধুনিক সময়ে রাধাভাব।” দেবলীনার ‘সেন্স অফ হিউমর’ সত্যি তারিফ করার মত। পুরাকালে রাধা আকাশে মেঘের মধ্যে কৃষ্ণকে খুঁজত। এরপর কালের নিয়মে রাধার অপেক্ষা টেলিফোনে– ‘কখন তোমার আসবে টেলিফোন?” আর এখন তো ডিজিট্যাল যুগ। রাধারা এখন অপেক্ষা করেন হোয়্যাটস আপে। কী সুচারু রসবোধ দেবলীনার!

দেবলীনা সব সময়ই ব্য়স্ত। সম্প্রতি তিনি মঞ্চে অভিনয় করলেন। পাশাপাশি চলছে নাচের স্কুল। নিয়মিত অনুষ্ঠানও করেন। আর শরীরচর্চা তো আছেই। তিনি ফিটনেস ফ্রিক। সদ্যই তাঁর ‘শ্লীলতাহানির পরে’ ছবিটি মুক্তি পেয়েছে।

আরও পড়ুন :কোভিড আক্রান্ত ঐন্দ্রিলার পাশেই অঙ্কুশ, বিদেশ থেকেই শেয়ার করলেন ভিডিয়ো

 

Next Article