আমাদের অনেকগুলো বছর দেখা হয়নি, কিন্তু ওর আত্মার সঙ্গে যোগাযোগ ছিল: ওম
আপাতত নবদম্পতি টালিগঞ্জের ফ্ল্যাটে সেটেলড। শ্বশুর, শাশুড়ি ওমকে নিয়ে ব্যস্ত নববধূ মিমি। চারজনের সংসার।

অভিনেতা ওম সাহানি (Om Sahani ) এবং অভিনেত্রী মিমি দত্ত (Mimi Dutta)। ২০১১-তে শুটিং ফ্লোরে দেখা দুজনের। একে অপরকে ভাললাগাটা ঠিক তখন শুরু। কিন্তু দুজনেই তো একেবারে নতুন ইন্ডাস্ট্রিতে। তা-ই জীবনের ধাপগুলো বুঝতে সময় নিচ্ছিলেন। কেরিয়ারে মনও দিতে হল। সিরিয়ালের শেষ হওয়ার পর কথা যে হত না তাও নয়, কিন্তু কম। প্রায় পাঁচ বছর শেষে আবার ‘ভালভাবে’ কথাবার্তা শুরু হয়।
View this post on Instagram
বন্ধুত্ব গাঢ় হয়। তারপর প্রেম এবং পরিণয়। টলিপাড়া কিন্তু আগে থেকে পুরো বিষয় জানত। এবং ওম-মিমিও তা নিয়ে লুকোচাপা কোনওদিনই করেননি। রিয়েলিটি শো থেকে দেবলীনা-গৌরবের বিয়েতে একসঙ্গে দেখা গেছে তাঁদের। ইনস্টা হ্যান্ডেলে একে অপরের পোস্টে বহুবার দেখা গেছে দুজনকে। লকডাউনের সময় থেকে একসঙ্গেই ছিলেন সেলেব কাপল।
View this post on Instagram
“আমাদের বিয়ে হয়েছে ঠিক আনলকের সময়। কিন্তু গতকাল স্টেটাস দিয়েছি যে ‘ম্যারেড’” হালকা হেসে জানালেন মিমি। ‘আলোর বাসা’ সিরিয়ালে অন স্ক্রিন স্বামী-স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছেন ওম-মিমি। কথায় কথায় বললেন, “ওমের প্রথম অভিনীত মেগা সিরিয়ালের নায়িকা ছিলাম আমি। এতগুলো বছর একে অপরকে চিনি। ও এখনও ততটাই সহজ। যা আগে ছিল। আমরা কেউ এতটুকুও পাল্টাইনি, এখনও রাস্তায় দাঁড়িয়ে চা খেতে পারি। আড্ডা দিতে পারি, ঘন্টার পর ঘন্টা। ও যেভাবে আমাকে আগলে রাখে, ওর প্রতি প্রেম আরও বেড়ে যায়।”
View this post on Instagram
বেনারসি শাড়ি, সোনার গয়না সেজেছিলেন মিমি। আর ওম-এর পরনে নীল রংয়ের পাঞ্জাবি। একে অপরের দিকে তাকিয়ে পোজও দিয়েছেন ইনস্টায় পোস্ট করা ছবিতে। tv9 বাংলা ডিজিটালকে পাঠানো এক্সক্লুসিভ আংটি বদলের ভিডিওতেও দু’জনের মুখে ছিল অনাবিল হাসি।
View this post on Instagram
আচ্ছা, বিয়ে করেছেন এতদিন হল। সোশ্যাল মিডিয়ায় জানাতে এত সময় নিলেন কেন? প্রশ্ন ছিল ওমের কাছে। “আমরা যে বছরে বিয়ে করেছি, কারওর মন ভাল ছিল না।প্যান্ডেমিক পরিস্থতি সব ঘেঁটে দিয়েছিল। তা-ই চেয়েছিলাম নতুন বছর প্রথম দিনে আমাদের বিয়ের বিষয় সামনে আসুক। তার মধ্যে দেখুন না, এখন কোরোনার নতুন স্ট্রেনের খবর উঠে আসছে। কী ভাবে আনুষ্ঠানিকভাবে বিয়ে সারব বুঝতে পারছি না।”
View this post on Instagram
আপাতত নবদম্পতি টালিগঞ্জের ফ্ল্যাটে সেটেলড। শ্বশুর, শাশুড়ি, ওমকে নিয়ে ব্যস্ত নববধূ মিমি। চারজনের সংসার। মিমি-ওমের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে তবে, আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন ফেব্রুয়ারিতে। মিমি বললেন, “কোভিডের বিধিনিষেধ তো রয়েছে। তা-ই বুঝতে পারছি না, কীভাবে পুরো বিষয়টা সামলাব। কাকে ছেড়ে কাকে নিমন্ত্রণ করব এটাও বুঝতে পারছি না। সবাই তো আমাদের এত ক্লোজ।”
এতদিনের বন্ধুকে বিয়ে করে ওমের কথায় বারবার আসছিল স্ত্রীয়ের নাম, “মিমির এটা ভাল, ওটা ভাল”। কোন গুণ দেখে একেবারে ‘ফ্ল্যাট’ হয়ে গেলেন নায়ক? “আমি দেখেছি একজন মেয়ে যে শুধু আমাকে নয়, আমার বাবা-মা গোটা পরিবারকে ততটাই ভালবাসতে পারে। মাঝে অনেকগুলো বছর ওর সঙ্গে যোগাযোগ ছিল না, কিন্তু ওর আত্মার সঙ্গে যোগাযোগ থেকে গিয়েছিল। যা এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হয়নি।” বললেন ওম।





