Amitabh Bachchan: ব্রহ্মাস্ত্র একটি খারাপ ছবি হতে চলেছে, করণ জোহরকে সাবধান করেছিলেন অমিতাভ, তারপর…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 05, 2022 | 9:45 AM

Brahmastra: বিগ বি পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ওপর ‘খুব বিরক্ত’ হয়েছিলেন, যখন নাকি তাঁরা ব্রহ্মাস্ত্র-র শুটিং করছিলেন।

Amitabh Bachchan: ব্রহ্মাস্ত্র একটি খারাপ ছবি হতে চলেছে, করণ জোহরকে সাবধান করেছিলেন অমিতাভ, তারপর...

Follow Us

আলিয়া ভাট এবং রণবীর কাপুর অভিনীত ব্রহ্মাস্ত্র একটি অন্যতম প্রতীক্ষিত সিনেমা। এই ছবিতে আরও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, দক্ষিণের সুপারস্টার নাগার্জুন এবং জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায়। যখন ভক্তরা ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তখনই এক চাঞ্চল্যকর খবর সামনে আসে।  বিগ বি পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ওপর ‘খুব বিরক্ত’ হয়েছিলেন, যখন নাকি তাঁরা ব্রহ্মাস্ত্র-র শুটিং করছিলেন।

বলিউড লাইফ-এর খবর অনুযায়ী,  অমিতাভ বচ্চন অয়নের বিলম্বিত শিডিউল এবং পুনঃশুট নিয়ে বিরক্ত ছিলেন। শুধু তাই নয়, সূত্রটি আরও দাবি করেছে যে বিগ বি করণ জোহরকে বলেছিলেন যে এটি চলতে থাকলে ব্রহ্মাস্ত্র একটি ‘ডিজাস্টার’ হবে। “অমিতাভ বচ্চন যিনি খুব প্রবীণ অভিনেতা, তিনি অয়ন মুখোপাধ্যায়ের বিলম্বিত সময়সূচী এবং পুনঃশুট নিয়ে খুব বেশি খুশি ছিলেন না। এক সময়ে, অভিনেতা অয়নকে দেখে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং এতটাই বিরোক্ত হয়েছিলেন যে তিনি এমন কি করণ জোহরের (ছবির প্রযোজক) সঙ্গেও দেখা করেছিলেন। জানিয়েছিলেন, যে অয়ন তার সময় নষ্ট করছে এবং তার চলচ্চিত্রে অর্থ বিনিয়োগ করা বন্ধ করা উচিত। একটি বিপর্যয় হবে”।

তবে এখন সেই ছবিটি উল্টো। একটা সময় ছবি কবে মুক্তি পাবে তার টিজ়ার তৈরিতেও দেখা গিয়েছিল, অমিতাভ বচ্চন, আলিয়া ও রণবীর খুব বিরোক্ত। এখন সকলের মুখে হাসি। সম্প্রতি অমিতাভ বচ্চন ‘খুব আশাবাদী’ যে ছবিটি বক্স অফিসে ভাল করবে, সূত্রের খবর “এই মুহুর্তে অমিতাভ বচ্চন খুব আশাবাদী যে ছবিটি বক্স অফিসে কাজ করে, প্রত্যেক অভিনেতাকে ছবির জন্য খুব কঠোর পরিশ্রম করতে হয়েছিল এবং তাঁদের দীর্ঘ পাঁচ বছর তাঁরা বিনিয়োগ করেছেন”। ব্রহ্মাস্ত্রে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন রণবীর ও আলিয়া। ছবিটি ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সম্প্রতি, জানা গেছে যে বয়কটের প্রবণতা সত্ত্বেও, ছবিটি তার টিকিট বিক্রি শুরুর প্রথম দিনেই ভাল অগ্রিম বুকিং রেকর্ড করতে সক্ষম হয়েছে।

Next Article