শাহরুখ খান। যাঁকে নিয়ে প্রতিটা মানুষের মনে কম বেশি কৌতুহল বর্তমান। সকলের মনের রাজা কিং খান বাড়িতে ঠিক কী কী করেন? কী খান? কীভাবে নিজের জীবন যাপন করেন, সেই সকল প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পেতে রীতমত অপেক্ষায় থাকেন তাঁর ভক্তরা। একবার সেই শাহরুখ খানকে নিয়ে এক মজার কথা শেয়ার করতে শোনা যায় করণ জোহরকে। দ্য কপিল শর্মা শোয়ে এসে তিনি এই বিষয় মুখ খুলেছিলেন। কপিল শর্মা করণ জোহরের থেকে জানতে চেয়েছিলেন, শাহরুখ খানের বিষয় এমন একটা কথা বলতে, যা কেউ জানে না। তিনি হাসতে হাসতে বলেছিলেন বাথরুমে যাওয়ার ঘটনা।
একেবারেই ঠিক পড়েছেন। শাহরুখ খান যদি কাউকে বলে ফেলেন তিনি বাথরুমে যাচ্ছেন, সকলের মাথায় যে বাজ ভেঙে পড়ে। কারণ একটাই, তিনি নাকি একবার বাথরুমে গেলে আর বেরতে চান না। সেদিন কপিল বলেছিলেন, শাহরুখ খান টানা চার ঘম্টা ধরে বাথরুমে থাকেন। তবে সেখানে টানা চারঘণ্টা তিনি ঠিক কী করেন, অনেকেই তা বুঝে উঠতে পারেন না। কারণ শাহরুখ খান এর কম সময়ে বাথরুম থেকে বেরতে চান না। করণের কথায়, সেখানে গিয়ে কি লেখাপড়া করে, নাকি বাথরুমটাই অফিস বানিয়ে নেয়, এটা আমার জানা নেই। তবে আমি কেন, ওর বাড়ির সকলে যদি শোনে ও বাথরুম যাচ্ছে বলল, তখনই সকলের মাথায় হাত। কারণ আগামী চার ঘণ্টা শাহরুখকে আর পাওয়া যাবে না।
এখানেই শেষ নয়, সেদিন কারণ আরও একটা কথা বলেছিলেন, যে শাহরুখ খান যদি কাউকে বলেন যে তিনি ১০ মিনিট দেরি করবেন, মানে সেটা অনেকটা সময়। তবে তিনি তো শাহরুখ খান, তাঁর জন্য অপেক্ষা করা মানায় বলেই দাবি করেন করণ।