বয়সের ফারাক থাকা সত্ত্বেও পরিবারের অমতেই বিয়ে করেছিলেন সইফ আলি খান। অমৃতা সিং-কে তিনি এতটাই ভালবাসতেন। তবে দুজনের মধ্যে সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হয়নি। দুটি সন্তান হওয়ার পরও ঘটে বিচ্ছেদ।
তেমনই এক কাহিনি এবার সইফ আলি খান সকলের সামনে তুলে ধরলেন। কেরিয়ারের শুরুতেই তাঁকে ছবি থেকে বাদ পড়তে হয়েছিল। পরিচালক কারণ হিসেবে জানিয়েছিলেন তাঁর প্রেমিকা।
তবে সইফের পরিবারের প্রতি ছিল তাঁর গভীর রাগ। টিভির পর্দায় এক চ্যাট শো-তে এসে তিনি সেই রাগ উগরে দিয়ে একাধিক তথ্য ফাঁস করে। যার মধ্যে অন্যতম হল তাঁর সন্তানদের বেড়ে ওঠা।
ইব্রাহিমের থেকে তিনি শিখেছেন কীভাবে জীবনকে উপভোগ করতে হয়। ইব্রাহিম জীবনে খুব বেশি চাপ নেন না। নিজের মতো করে সময় করে নিয়ে শান্তি ও স্বস্তিতে সময় কাটাতেই পছন্দ করেন তিনি।
সইফ আলি খান, কেরিয়ারের শুরুতে এক অন্য স্বাদের জীবন কাটিয়েছিলেন সইফ আল খান। যেখানে ছিল না কোনো নিয়ম শৃঙ্খলা, ছিল না কোনও নিয়ম নীতি। নিজেই একাধিকবার স্বীকার করেছিলেন সইফ।
বর্তমানে চার সন্তানের পিতা সইফ। বিয়ের খবর নিয়ে এক আলোচনায় তিনি জানিয়ে ছিলেন, যে তিনি ভেবেই পাচ্ছেন না যে কীভাবে তাঁর চার সন্তানের খরচ সামাল দেবেন। মৌনি রায়ের বিয়ের প্রসঙ্গে এমনই মন্তব্য করে সকলের নজর কেড়েছিলেন তিনি।