Manoj Bajpayee: টুুইটার অ্যাকাউন্ড হ্যাক হয়েছে ‘দ্য ফ্যামিলি ম্যান’ মনোজ বাজপেয়ীর; নিজেই জানিয়েছেন বিষয়টা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jan 06, 2023 | 5:22 PM

The Family Man: একটি ইনস্টাগ্রাম স্টোরিও তৈরি করে পোস্ট করেছিলেন মনোজ়। মনোজের ইনস্টাগ্রাম স্টোরিজ বলছে, "আমার টুইটার একাউন্ট হ্যাক করা হয়েছে..."

Manoj Bajpayee: টুুইটার অ্যাকাউন্ড হ্যাক হয়েছে দ্য ফ্যামিলি ম্যান মনোজ বাজপেয়ীর; নিজেই জানিয়েছেন বিষয়টা
ছোট থেকেই পরিস্থিতির সঙ্গে কঠিন লড়াই করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। একাধিকবার সেই কথা নিজে মুখেই জানিয়েছেন অভিনেতা। অভাবের মধ্যেই বাঁচিয়ে রেখেছিলেন মনের ইচ্ছে।

Follow Us

স্ক্রিনে তিনি বহুবারই দুষ্টের দমন করেছেন। কখনও নিজেও সেজেছেন দুষ্টু লোক। কিন্তু যে ওয়েব সিরিজ়ের জন্য আলোচনার শিরোনামে উঠে এসেছিলেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী, তা হল ‘দ্য ফ্যামিলি ম্যান’। একটি নয়, ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দুটি সিজ়ন মুক্তি পেয়েছে – এক এবং দুই। সেখানে সন্ত্রাস দমনকারী অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল মনোজ বাজপেয়ীকে। এবার সেই মনোজেরই টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বিষয়টি শুক্রবার নিজেই জানিয়েছেন ইনস্টাগ্রামে এসে।

একটি ইনস্টাগ্রাম স্টোরিও তৈরি করে পোস্ট করেছিলেন মনোজ়। মনোজের ইনস্টাগ্রাম স্টোরিজ বলছে, “আমার টুইটার একাউন্ট হ্যাক করা হয়েছে। যতক্ষণ না সমস্যার সমাধান করতে পারছি, আমার প্রোফাইল থেকে আসা কোন কিছুতেই সাড়া দেবেন না আপনারা। শেষমেশ কী হল সবটাই জানাবো আমি নিজে।”

ডিসেম্বর মাসে মা গীতা দেবীকে হারিয়েছেন মনোজ। তাঁকে সোশ্যাল মিডিয়াতেই ট্রিবিউট জানিয়েছিলেন অভিনেতা। তিনি লিখেছিলেন, “আমার জীবনের ইস্পাত নারীকে জানাই শ্রদ্ধা। আমার মা। তিনি ইস্পাত নারী। এই নামেই তাঁকে সম্বোধন করতাম আমি। আমার মায়ের ছয়টি সন্তান। তিনি একজন কৃষকের স্ত্রী। আমার পরিবারকে সকল দুঃখ এবং দুর্দশা থেকে রক্ষা করেছিলেন আমার মা। নিজের সমস্ত স্বপ্নকে জলাঞ্জলি দিয়েছিলেন তিনি। সবসময় সন্তানদের এবং স্বামীর মঙ্গল কামনা করেছেন। পুরনো দিনে ফিরে যেতে চাইছে আমার মন।”

এই মুহূর্তে সহ-অভিনেতা জ়িশান আইুবের সঙ্গে তাঁর পরবর্তী কাজ ‘জোরাম’ ছবির মুক্তির অপেক্ষা করছেন মনোজ। ছবিতে ঘিরে তাঁর অনেক প্রত্যাশা। কোরিওগ্রাফার এবং ছবি নির্মাতা রেমো ডিসুজার সঙ্গেও ছবিতে কাজ করবেন তিনি।

Next Article