বিতর্ক তাঁকে ঘিরে রাখা। বিতর্কের এই ঘিরে রাখায় মোটেও আপত্তি নেই উরফি জাভেদের। কাচ দিয়ে তৈরি জামা পরেছে, পরেছেন চেন দিয়ে তৈরি জামাও… এবার উরফি যা করলেন তা দেখলে অবাক হয়ে যাবেন। গায়ের মধ্যে ঝুলছে হাজারও ব্লেড। তা দিয়েই জামা তৈরি করে পরে ফেললেন এই সোশ্যাল মিডিয়া সেনসেশন। এই জামার আবার নামও দিয়েছেন তিনি। শখ করে নাম রেখেছেন ‘রেজার কাট’। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন তাঁর টিমকে। লিখেছেন, “এরকম সব অদ্ভুত আইডিয়া দেওয়ার জন্য আমি আমার টিমকে অশেষ ধন্যবাদ জানাই”।
তবে তাঁর ভক্তরা হয়েছে অবাক। এতগুলো ধারালো ব্লেড গায়ে ঝুলিয়েও কী করে শরীর অক্ষয় থাকল উরফির তা নিয়ে প্রশ্নও তুলেছেন তাঁরা। যদিও উরফি জানিয়েছেন পোশাকটিকে সরাসরি হাত দিয়ে ধরেননি তিনি। এমনকি পরেও হাত দূরে রাখতে হয়েছে তাঁকে। অবলম্বন করতে হয়েছে একগুচ্ছ সাবধানতা। রসিক নেটিজেনদের মন্তব্য, “ইদে কিন্তু মোটেও এই পোশাক পরে বেরিও না। কোলাকুলি করতে গেলে সমুহ বিপদ”।
বিগবস অংশ নিয়েছিলেন উরফি। কিন্তু প্রথম দিকেই বাদ পড়ে যান। তবে বিগবস থেকে বেরিয়ে এসে উরফি নিজেকে মেলে ধরেছেন অন্যভাবে। গসিপের মধ্যেই থাকতে চান তিনি। অদ্ভুত পোশাক পরে বের হন রাস্তায়। শরীর নিয়েও ছুঁৎমার্গ নেই তাঁর। কিছু দিন আগেই নয়া রেকর্ড গড়লেন উরফি। নতুন মুকুট তাঁর ঝুলিতে। গুগল সার্চইঞ্জিনের এক পরিসংখ্যান জানাচ্ছে, ‘মোস্ট সার্চড এশিয়ানসদের’ তালিকায় তিনি চলে এসেছেন এমন এক নম্বরে যা পিছনে ফেলে দিয়েছে শিল্পা শেট্টি, কিয়ারা আডবাণী এমনকি কঙ্গনা রানাওয়াতকেও। এই মুহূর্তে উরফির স্থান ৫৭ নম্বরে। তাঁদের চেয়ে অনেকটাই বেশি। কী এই ‘মোস্ট সার্চড এশিয়ান্স’? অর্থাৎ গুগুল সার্চইঞ্জিনে এশিয়ান কোন তারকার নাম সবচেয়ে বেশিবার সাধারণ মানুষ খুঁজে বের করেছে তার এক তালিকা– সেই তালিকাতেই রীতিমতো চমকে দেওয়ার মতো ফল করেছেন উরফি। পাপারাজ্জিদেরও একটাই মতো জনপ্রিয়তার নিরিখে বাঘা বাঘাদেরও হার মানাবেন উরফি জাভেদ।