Bonny Sengupta: সিনেমা হলে নয়, বনি-আয়ুশীর ছবি কেন মুক্তি পেল ওটিটিতে?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 05, 2022 | 9:37 PM

Bonny Sengupta: ছবিটিতে একেবারেই ছকভাঙা চরিত্রে অভিনয় করেছেন বনি। রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটও। রয়েছে প্রেমের নানা স্তরও।

Bonny Sengupta: সিনেমা হলে নয়, বনি-আয়ুশীর ছবি কেন মুক্তি পেল ওটিটিতে?
বনি-আয়ুশীর ছবি কেন মুক্তি পেল ওটিটিতে?

Follow Us

এক ত্রিকোণ প্রেমের গল্প বুনেছিলেন বনি সেনগুপ্ত, আয়ুষী তালুকদার ও সোমরাজ। সেই গল্পের নাম ‘আম্রপালি’, রাজা চন্দের নতুন ছবি। সেই ছবিই এবার সিনেমা হলে নয়, মুক্তি পেল ওটিটিতে। নেপথ্যে কোন কারণ? মুখ খুললেন পরিচালক রাজা চন্দ নিজেই। এই মুহূর্তে বাংলা ছবির অবস্থা বেহাল। হাতে গোনা ছবি হিট হচ্ছে সিনেমা হলে। সে কারণেই কি সাহস হল না সিনেমা হল মুক্তিতে? টিভিনাইন বাংলাকে পরিচালক বলেন, “আগে থেকেই ঠিক ছিল ছবিটি ওটিটিতেই মুক্তি পাবে। সেই মতোই জি ফাইভে এই ছবি মুক্তি পেয়েছে। আর কোনও কারণ আছে কিনা তা তো প্রযোজক বলতে পারবেন।”

এই ছবিই চলাকালীন আঘাতপ্রাপ্ত হয়েছিলেন বনি। এক দৃশ্যের শুটের অ্যাকশনের সময় আচমকাই ‘মক ফাইট’ করতে করতে বনির কানে সজোরে ঘুষি চালিয়ে দেন তাঁর সহঅভিনেতা। অবশ্যই ইচ্ছাকৃত নয়, তবে বনির বেশ জোরেই লাগে আঘাত। ঘটনার আকস্মিকতায় কানে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন তিনি। সহ অভিনেতাও যে বেশ লজ্জিত হয়ে পড়েন। সে ভিডিয়োও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

ছবিটিতে একেবারেই ছকভাঙা চরিত্রে অভিনয় করেছেন বনি। রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটও। রয়েছে প্রেমের নানা স্তরও। ছবির গানের শুট হয়েছিল মন্দারমণীর সমুদ্র সৈকতে। সোমরাজ ও আয়ুষীর রিয়েল লাইফ প্রেমের কথা সকলেরই জানা। রিল লাইফে এই ক্রিকোণ কতটা জমবে এখন সেটাই দেখার।

 

Next Article