Bollywood Gossip: অনুষ্কা শর্মার দাদার জীবনে বিপর্যয়? গদগদ প্রেমের পরিণতি তবে এই!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 04, 2023 | 2:35 PM

Bollywood Gossip: চুটিয়ে প্রেম করছিলেন অনুষ্কা শর্মার দাদা কর্ণেশ শর্মা ও 'বুলবুল' ছবির বুলবুল তৃপ্তি দামরি। নিজেরা সরাসরি স্বীকার না করলেও তাঁদের সামাজিক মাধ্যমে আভাস দিচ্ছিল তেমনটাই। কিন্তু এ কী!

Bollywood Gossip: অনুষ্কা শর্মার দাদার জীবনে বিপর্যয়? গদগদ প্রেমের পরিণতি তবে এই!
দাদার সঙ্গে অনুষ্কা।

Follow Us

 

চুটিয়ে প্রেম করছিলেন অনুষ্কা শর্মার দাদা কর্ণেশ শর্মা ও ‘বুলবুল’ ছবির বুলবুল,  তৃপ্তি দিমরি। নিজেরা সরাসরি স্বীকার না করলেও তাঁদের সামাজিক মাধ্যমে আভাস দিচ্ছিল তেমনটাই। কিন্তু এ কী! সূত্র জানাচ্ছেন, সেই সম্পর্কে নাকি এবার ভাঙন ধরেছে। ইনস্টাগ্রামে একসঙ্গে তাঁদের সব ছবি মুছে দিয়েছেন দু’জনে। শুধু কি তাই? একে অপরকে করে দিয়েছেন আনফলোও। এর পরেই আরও দৃঢ় হয়েছে জল্পনা। যদিও দু’জনেই নীরব। ভক্তদের কটাক্ষ এই কয় মাসেই তবে প্রেম উধাও? প্রসঙ্গত, কর্ণেস পেশায় প্রযোজক। ‘বুলবুল’ ছবির প্রযোজকও ছিলেন তিনি। সম্প্রতি ‘কালা’ সিরিজেরও প্রযোজক ছিলেন কর্ণেশ। ওই দুই সিরিজে অভিনয় করেছিলেন তৃপ্তি। প্রেম নিয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও দু’জনের প্রেমময় ছবি শেয়ার করতে কিন্তু পিছিয়ে ছিলেন না তৃপ্তি। এ বছরের শুরুতেই এমন এক ছবি শেয়ার করেছিলেন তৃপ্তি, যে ছবিতে দেখা গিয়েছিল, কর্ণেশকে জড়িয়ে রয়েছেন তৃপ্তি। কর্ণেশও চুমু এঁকে দিচ্ছেন তাঁর গালে। তাতে ক্যাপশনে তিনি লিখেছিলেন, “আমার ভালবাসা”। এর পরেই তাঁদের ভালবাসার কথা নেটিজেনদের নজরে আসে। কিন্তু কিছু মাস পার হতে না হতেই এ কী পরিনাম! প্রশ্ন উঠছে সব মহলেই।

প্রসঙ্গত, নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘বুলবুল’ বেশ হিট হয়েছিল’ ছবিতে অভিনয় করেছিলেন ই পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দামসহ অনেকেই। তখন থেকেই তৃপ্তির সঙ্গে সম্পর্ক কর্ণেশের। যদিও প্রেম নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি দু’জনেই। ‘বিচ্ছেদ’-এ কি খুলবেন মুখ? এখন সেটাই দেখার।

 

 

কর্ণেশের সঙ্গে তৃপ্তি 

অনুষ্কা-কর্ণেশ।

Next Article